Logo

বিনোদন

চিত্রনায়িকা বনশ্রী আর নেই, দাফন শিবচরে

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৬:২৩

চিত্রনায়িকা বনশ্রী আর নেই, দাফন শিবচরে

নব্বইয়ের দশকে ঢাকাই সিনেমায় আলো ছড়ানো নায়িকা বনশ্রী আর নেই। একসময় রূপালি পর্দায় দর্শক মাতানো এই অভিনেত্রী জীবনের অন্তিম সময়ে লড়াই করেছেন নানা কষ্টের সঙ্গে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ভোরে মাদারীপুরের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ঘুমের মধ্যেই তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান বাংলাদেশের খবরকে অভিনেত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে বনশ্রী বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন। গত পাঁচ দিন ধরে ছিলেন হাসপাতালে ভর্তি। হৃদরোগ ও কিডনি জটিলতাসহ নানা সমস্যায় শেষ সময়ে প্রচণ্ড ভোগান্তি পোহাতে হয়েছে তাকে। একটি সন্তান রেখে না–ফেরার দেশে চলে গেলেন বনশ্রী।

অভিনেত্রীর মরদেহ শিবচরের কুমিরচরে তার নানাবাড়িতে নেওয়া হয়েছে। আজ বাদ আসর সেখানে জানাজা শেষে দাফন করার কথা রয়েছে বলে জানান তিনি।

সবাই তাকে বনশ্রী নামে চিনলেও তার প্রকৃত নাম ছিল সাহিনা সিকদার। মাদারীপুরের শিবচর উপজেলার শিকদারকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। ছোটবেলায় বাবার পেশাগত কারণে রাজধানীতে চলে আসেন, সেখানেই সিনেমায় নাম লেখানো।

বনশ্রীর সিনেমায় অভিষেক ঘটে নব্বইয়ের দশকে ইলিয়াস কাঞ্চনের বিপরীতে। একই বছরে মুক্তি পায় তার দ্বিতীয় ছবি মহা ভূমিকম্প (পরিচালনা: সুভাষ ঘোষ), যেখানে মান্না ও আমিন খানের সঙ্গে অভিনয় করে প্রশংসিত হন। পরবর্তীতে আরও অনেক নায়কের সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন তিনি।

কিন্তু পর্দার আলো–ঝলমলে জীবন ছেড়ে তার শেষ দিনগুলো কেটেছে অবহেলা ও দারিদ্র্যের মধ্যে— বেদে পল্লীতে। আজ সেই নায়িকার জীবনকাহিনি শেষ হলো চিরবিদায়ের মধ্যে দিয়ে।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিনোদন চলচ্চিত্র

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর