Logo

বিনোদন

প্রথমবার ঢাকায় আসছেন হানিয়া আমির, কিন্তু কবে?

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩১

প্রথমবার ঢাকায় আসছেন হানিয়া আমির, কিন্তু কবে?

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির এবার পা রাখছেন ঢাকায়। শ্যাম্পু ব্র্যান্ড সানসিল্ক বাংলাদেশের আমন্ত্রণে তিনি প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসছেন। ঢাকায় অবস্থানকালে একাধিক অনুষ্ঠানে অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে তার।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, পাকিস্তানে দীর্ঘদিন ধরে সানসিল্কের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন হানিয়া। সম্প্রতি বাজারে এসেছে ব্র্যান্ডটির নতুন ব্ল্যাক শাইন ফর্মুলা। এর প্রচারণার অংশ হিসেবেই হানিয়ার এই বাংলাদেশ সফর।

হানিয়া ঢাকায় আসছেন এটা সত্য, কিন্তু কবে আসবেন? সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনোকিছু জানায়নি আয়োজকেরা। তার জন্য হানিয়া ভক্তদের আরও অপেক্ষা করতে হবে।

হানিয়া অল্প সময়েই টেলিভিশন নাটক, চলচ্চিত্র ও ওয়েব সিরিজে কাজ করে দক্ষিণ এশিয়ার তরুণ প্রজন্মের প্রিয় তারকা হয়ে উঠেছেন। মেরে হামসাফার, ফেরি টেল, দিলরুবা, আনা, কাভি মে কাভি তুম— প্রতিটি নাটকেই তার উপস্থিতি দর্শকদের কাছে প্রশংসিত হয়েছে।

২০১৬ সালে বড় পর্দায় অভিষেক হয় ‘জনান’ সিনেমার মাধ্যমে। এরপর তিনি রোমান্টিক, কমেডি ও চরিত্রভিত্তিক বিভিন্ন ভূমিকায় অভিনয় করে সমালোচক ও দর্শক— উভয়ের কাছ থেকেই প্রশংসা কুড়িয়েছেন। সম্প্রতি বলিউডে ‘সর্দারজি ৩’ ছবির মাধ্যমে নতুন যাত্রা শুরু করেন হানিয়া, যেখানে নূর চরিত্রে তার অভিনয় দারুণ আলোচিত হয় এবং পাকিস্তান-ভারত দুই দেশেই সাড়া ফেলে।

বাংলাদেশেও তার অসংখ্য ভক্ত রয়েছে। তাই ঢাকায় হানিয়া আমিরের উপস্থিতি ভক্তদের জন্য বিশেষ আনন্দের উপলক্ষ হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিনোদন হানিয়া আমির

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর