
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে হঠাৎ করেই দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে না সিনেমার পর্দায়। সামাজিক যোগাযোগমাধ্যমেও তার কার্যক্রম সীমিত হয়ে গেছে। আর এই অনুপস্থিতিই ভক্তদের মনে একটাই প্রশ্ন জাগাচ্ছে— ক্যাটরিনা কি সত্যিই মা হতে চলেছেন?
কয়েক সপ্তাহ আগে আলিবাগে ক্যাটরিনাকে দেখা যায় এক ঢিলেঢালা পোশাকে। সেখান থেকেই গুঞ্জন আরও জোরালো হয়ে ওঠে। ভারতীয় কয়েকটি সংবাদমাধ্যম দাবি করেছে, ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল তাদের প্রথম সন্তানের অপেক্ষায় রয়েছেন। পরিবারের ঘনিষ্ঠ সূত্র নাকি নিশ্চিত করেছে— অভিনেত্রী বর্তমানে অন্তঃসত্ত্বা এবং ২০২৫ সালের অক্টোবর বা নভেম্বর মাসে তাদের সন্তানের জন্ম হতে পারে।
তবে, এটাই প্রথম নয়। ক্যাটরিনার মা হওয়ার খবর নিয়ে এর আগেও বহুবার আলোচনা হয়েছে। বিশেষ করে ২০২৪ সালে ভিকি কৌশলের ব্যাড নিউজ ছবির মুক্তির সময় যখন এই প্রশ্ন ওঠে, তখন ভিকি হালকা রসিকতার সুরে বলেছিলেন— ‘এখন ব্যাড নিউজ উপভোগ করুন, গুড নিউজ এলে আমরা নিজেরাই জানাব।’ এই মন্তব্যে গুঞ্জন থামার বদলে বরং আরও বেড়েই গিয়েছিল।
অভিনেত্রীকে সর্বশেষ দেখা গেছে ২০২৪ সালের জানুয়ারিতে মুক্তিপ্রাপ্ত থ্রিলার সিনেমা ‘মেরি ক্রিসমাস’-এ। ছবিটিতে তার বিপরীতে অভিনয় করেছিলেন দক্ষিণী তারকা বিজয় সেতুপতি। রাধিকা আপ্তে ও সঞ্জয় কাপুরও ছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকায়। ছবিটি সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেলেও ক্যাটরিনার অভিনয় নিয়ে প্রশংসা ছিল তুমুল।
কিন্তু সেই সিনেমার পর থেকে নতুন কোনো প্রজেক্ট হাতে নেননি তিনি। আর এতদিনের নীরবতা যেন ভক্তদের কৌতূহল আরও বাড়িয়ে দিচ্ছে।
ভক্তদের অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখছেন— যদি খবরটি সত্যি হয়, তবে এটি নিঃসন্দেহে বলিউডের সবচেয়ে বড় সুখবর হতে চলেছে। আবার অনেকে বলছেন— আনুষ্ঠানিক ঘোষণা ছাড়া কিছুই নিশ্চিত নয়।