
অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় আবারও আলোচনায়— তবে এবার কোনো সাক্ষাৎকার বা বিতর্কিত মন্তব্যে নয়, বরং অভিনেতা জায়েদ খানের প্রতি ঈর্ষা প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টের কারণে।
রোববার রাতে নিজের ফেসবুক পেজে জায়েদ খানের একটি ভিডিও শেয়ার করে জয় লেখেন, ‘উনি কোন অপরাধে অপরাধী কিংবা কোন রাজনৈতিক দলের সদস্য সেটা আমি জানতে চাই না। আমি অবাক হই— একজন মানুষ কিভাবে এত সুখী হতে পারে! দলমত আর রাজনীতির ঊর্ধ্বে থেকে আমি এই সুখকে উপভোগ করি, আবার হিংসাও করি।’
জয় আরও লেখেন, আমার বিবেক, বুদ্ধি আর সংবেদনশীলতা আমাকে এভাবে আনন্দ করতে দেয় না। তাই মাঝে মাঝে মনে হয়— এই জিনিসগুলোই হয়তো আমাকে পিছিয়ে দেয়। ভালো থাকেন ভাই (জায়েদ খান), আপনার দ্বারা যেন কারো ক্ষতি না হয়। বিনোদন দিন এভাবেই।’
জয়ের এমন অকপট ও দার্শনিক ভঙ্গির পোস্টটি দ্রুতই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। অনেকেই তার সততা ও খোলামেলা মানসিকতার প্রশংসা করেছেন। কেউ কেউ লিখেছেন, ‘এটাই জয়ের স্টাইল— সত্য কথা বলার সাহস আছে তার।’
অন্যদিকে, কেউ কেউ হাস্যরসের ছলে মন্তব্য করেছেন, ‘জায়েদ খানের সুখে জয়ের কষ্ট!’
জয়ের পোস্টের শেষাংশে ছিল বাঙালির মানসিকতা নিয়ে তির্যক মন্তব্যও। তিনি লেখেন, ‘বাঙালির বিনোদনের বড় অভাব। যে কোনো উপলক্ষ পেলেই তা টেনে-হেঁচড়ে বড় করে উপভোগ করার চেষ্টা করে, কিন্তু সত্যি কি তারা উপভোগ করতে পারে?’
অন্যদিকে, জায়েদ খান সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই নিজের ব্যক্তিগত জীবনের আনন্দঘন মুহূর্তগুলো শেয়ার করেন, যা নিয়ে ভক্তদের পাশাপাশি সহকর্মীদের মধ্যেও তৈরি হয় নানা প্রতিক্রিয়া।
জয়ের এই পোস্টটি যেন সেই প্রতিক্রিয়াগুলোকেই নতুন মাত্রা দিয়েছে— যেখানে একজন শিল্পী অন্য শিল্পীর আনন্দকে স্বীকারও করছেন, আবার হিংসাও করছেন— সৎভাবে, নির্দ্বিধায়।
ডিআর/এসএসকে