বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে স্বামীর হাত ধরে ছবিতে পূর্ণিমা

বিনোদন ডেস্ক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ১৭:৩৬
-68f8c1b9c61b6.jpg)
জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা সবসময়ই থাকেন আলোচনায়— কখনো অভিনয় দিয়ে, কখনো ব্যক্তিজীবনের খবরে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে একটি গুজব, স্বামী আশফাকুর রহমান রবিনের সঙ্গে তার দাম্পত্য জীবনে নাকি ফাটল ধরেছে। কিন্তু বুধবার বিকেলে নিজের ফেসবুক পেজে এক ছবিতেই এই গুঞ্জনের অবসান ঘটালেন ঢাকাই চলচ্চিত্রের এই নন্দিত অভিনেত্রী।
ছবিটিতে দেখা যায়, পূর্ণিমা ও রবিন একসঙ্গে বসে আছেন একটি রেস্তোরাঁয়— পূর্ণিমা স্নেহভরে স্বামীর হাত ধরে আছেন। ছবির ক্যাপশনে কিছু না লিখেও অভিনেত্রী যেন স্পষ্ট জানিয়ে দিলেন— সব খবরই সত্য নয়, তাদের সম্পর্ক আগের মতোই অটুট।
২০২২ সালে পূর্ণিমা বিয়ে করেন আশফাকুর রহমান রবিনকে, যিনি একটি বহুজাতিক প্রতিষ্ঠানের মার্কেটিং বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা। তিনি পড়াশোনা করেছেন অস্ট্রেলিয়ার সিডনির একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে।
এর আগে পূর্ণিমা একটি পোস্ট দিয়েছিলেন, যেখানে তিনি লেখেন, ‘মানুষের ভিড়ে কিছু মুখ থাকে, যাদের আমরা আপন ভেবে হৃদয়ের দরজা খুলে দিই। কিন্তু সময়ের কঠিন পরীক্ষায় বুঝি— তারা আসলে সম্পর্কের আবরণে লুকানো বিষধর সাপ। প্রয়োজনে বন্ধুর মুখোশ পরে পাশে ঘোরে, সুযোগ পেলেই বিষ ঢেলে দেয় আমাদের জীবনে।’
তিনি আরও বলেন, ‘এদের থেকে দূরে থাকাই শ্রেয়, কারণ মিথ্যা সম্পর্কের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলার চেয়ে নিঃসঙ্গতা অনেক বেশি শান্ত, নিরাপদ এবং মর্যাদাপূর্ণ।’
তার ওই লেখার পর থেকেই গুজব ছড়ায়— পূর্ণিমা নাকি সংসার জীবনে বিপাকে পড়েছেন। তবে বুধবারের ছবিটি প্রকাশের পর বোঝা গেল, গুজবটি পুরোটাই ভিত্তিহীন।
উল্লেখ্য, পূর্ণিমা ও রবিনের পরিচয় কাজের সূত্রেই। তিন বছরের বন্ধুত্ব থেকে প্রেম, এরপর বিয়ে। এটি পূর্ণিমার দ্বিতীয় বিয়ে। এর আগে তিনি ২০০৭ সালের ৪ নভেম্বর বিয়ে করেছিলেন আহমেদ জামাল ফাহাদকে। সেই সংসারে তার রয়েছে এক কন্যাসন্তান, জন্ম ২০১৪ সালে।
ডিআর/এসএসকে