Logo

বিনোদন

তৃতীয়বারের মতো বাবা হলেন সংগীতশিল্পী আরফিন রুমি

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ২০:৪৯

তৃতীয়বারের মতো বাবা হলেন সংগীতশিল্পী আরফিন রুমি

জনপ্রিয় সংগীতশিল্পী আরফিন রুমি তৃতীয়বারের মতো পুত্র সন্তানের বাবা হয়েছেন। বুধবার (নিউইয়র্ক সময় সকাল সাড়ে ৭টা) তার স্ত্রী কামরুন নেসা একটি ফুটফুটে ছেলের জন্ম দেন। রুমি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে সুখবরটি জানান। নবজাতকের নাম রাখা হয়েছে কিয়ান আরফিন আরহান।

রুমি জানিয়েছেন, মা ও ছেলে দুজনেই সুস্থ আছেন এবং পরিবারের সবাই আনন্দে আত্মহারা। নিজের পোস্টে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত কৃতজ্ঞ ও আনন্দিত। মা ও ছেলে দুজনেই ভালো আছে। সবার কাছে দোয়া চাই আমার ছোট্ট কিয়ানের জন্য।’

রুমির পোস্ট প্রকাশের পর মুহূর্তেই ভরে ওঠে শুভেচ্ছায়। সংগীতজগতের সহকর্মী শিল্পী, বন্ধু ও অসংখ্য ভক্ত কমেন্টে শুভকামনা জানান নবজাতক ও তার মায়ের জন্য।

রুমির স্ত্রী কামরুন নেসা যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বেশ কিছুদিন ধরে। এ দম্পতির এর আগেও এক পুত্রসন্তান রয়েছে। এর আগে রুমি লামিয়া ইসলাম নামে এক নারীকে বিয়ে করেছিলেন; সেই সংসারেও তার একটি ছেলে আছে।

নতুন জীবনের এই আনন্দঘন মুহূর্তে রুমি ভক্তদের উদ্দেশে বলেন, ‘জীবনের সুর নতুনভাবে বাজছে। সবাই আমাদের ছোট্ট কিয়ানের জন্য দোয়া করবেন।’


ডিআর/এসএসকে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিনোদন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর