আপনাকে ছোট করার মানুষ নই আমি : প্রসূন আজাদের অভিযোগের জবাবে পরী
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৫, ২০:১৮
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি আবারও আলোচনায়। সম্প্রতি অভিনেত্রী প্রসূন আজাদ নিজের ফেসবুকে একটি দীর্ঘ স্ট্যাটাসে দাবি করেন— পরীমণি তাকে একটি পার্টিতে দাওয়াত দিয়ে পরে অপমান করেছেন। বিষয়টি নিয়ে শুক্রবার নিজের অফিসিয়াল ফেসবুক পেজে খোলামেলা প্রতিক্রিয়া দেন পরীমণি।
স্ট্যাটাসে পরীমণি লেখেন, ‘‘প্রিয় প্রসূন আজাদ, আপনি আমাকে নিয়ে দীর্ঘ এক স্ট্যাটাসে লিখেছেন যে— ‘আমি আমার লোক দেখানো পার্টিতে আপনাকে দাওয়াত দিয়ে নিয়ে এসে অপমান করেছি!’ … আচ্ছা আপু, সত্যিই কি তোমার মনে হয় আমি তোমাকে ছোট ফিল করানোর জন্য তোমাকে আমার একটা স্পেশাল ইভেন্টে ইনভাইট করবো? কখনোই না বোন।’
পরীমণি জানান, তিনি বরাবরই প্রসূন আজাদকে সম্মান করেন এবং টেলিভিশনে এক সাক্ষাৎকার দেখে মুগ্ধ হয়েই যোগাযোগ করেছিলেন তার সঙ্গে। পরী প্রসূনকে উদ্দেশ্য করে বলেন, ‘তুমি একজন পিওর সোল। সত্যিকারের একজন খাঁটি মানুষ তুমি। তোমার বাচ্চাদের নিয়ে তোমার এই জার্নি আমাকে মুগ্ধ করে। তুমি একটা ইন্সপিরেশন।’
ইভেন্টে নিরাপত্তাকর্মীদের উপস্থিতি প্রসঙ্গে পরীমণি লিখেছেন, ‘তোমার খারাপ লেগেছে তুমি আমাকে একটা টেক্সট তো করতে পারতা আপু! যাইহোক, আমার ওই অনুষ্ঠানে আমার হায়ার করা কোন মানুষ ছিল না। যারা ছিলেন তারা ওই প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট থেকে ছিলেন। তারা কাউকে অপমান বা অসম্মান করার জন্য অ্যাপয়েন্ট ছিলেন না। তারা আমি এবং আমার সমস্ত গেস্টদের সার্বিক নিরাপত্তা দিতেই গেটে ছিলেন। ভাবুন তো, ওনারা গেটে এই সিকিউরিটি টা না দিলে ওই যায়গাটায় কি জনসাধারণের ভিড় ঠেকানো যেত? না কি এতো সুন্দর শৃঙ্খল পরিবেশে পুরো অনুষ্ঠানটা শেষ করতে পারতাম!’
পরী আরও লেখেন, ‘ওই অনুষ্ঠানে এসেছিলেন তারা সবাই নিজ নিজ অবস্থানে কতো বড় মানুষ। তারা কিন্তু কেউ ছোট ফিল করেননি। আপনি জানেন না হয়তো তাহলে, এই দেশের প্রচুর মানুষ এখনো আমার নাম জিজ্ঞেস করেন। এই তো সেদিন সিজেএফবি এর অনুষ্ঠানে আমাকে ইউরোর চেয়ারমান বললেন কি নাম তোমার? আমি তাতে মোটেও অবাক হইনি। বরং আমার ভালো লাগে আমার নাম বলতে।’
স্ট্যাটাসের শেষে পরীমণি প্রসূন আজাদের কাছে দুঃখ প্রকাশ করেন।
সম্প্রতি পরীমণি একটি রেস্টুরেন্টের উদ্বোধন ও নিজের জন্মদিন পালন উপলক্ষ্যে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। সেই অনুষ্ঠানে প্রবেশের সময় নিরাপত্তাকর্মীদের জেরার মুখে পড়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করে চলে যান প্রসূন আজাদ। পরে এক দীঘ স্ট্যাটাসে নিজের আক্ষেপের কথা জানান প্রসূন।
ডিআর/এসএসকে

