Logo

বিনোদন

২০ মিনিটের জন্য ৩৫ লাখ টাকা নিলেন শাকিব খান!

সোশ্যাল মিডিয়ার গুঞ্জন

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৫, ২১:৪৯

২০ মিনিটের জন্য ৩৫ লাখ টাকা নিলেন শাকিব খান!

শুক্রবার ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান রাজধানীর বনানীতে এক আন্তর্জাতিক এক্সেসরিজ ব্র্যান্ডের নতুন শোরুম উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অল্প কিছুক্ষণের জন্য তার উপস্থিতির ব্যাপারটা মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। সেই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় চাউর হয়ে উঠেছে আরও একটি খবর- শুধু ২০ মিনিটের উপস্থিতির জন্যই নাকি শাকিব খান নিয়েছেন ৩৫ লাখ টাকা। 

ইভেন্ট সংশ্লিষ্টদের বরাত দিয়ে প্রচার করা এমন তথ্যের সত্যতা নিশ্চিত করা না গেলেও এটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনায় ভাসছেন শাকিব খান। অনেকেই বলছেন, শাকিব খানের পেছনে খরচ করা টাকা উঠানো হবে ক্রেতাদের কাছ থেকে। বিষয়টি নিয়ে শাকিব খানের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়ায় দেখা গেছে কেউ কেউ বলছেন, ‘এটাই তার ব্র্যান্ড ভ্যালু’, আবার কেউ প্রশ্ন তুলেছেন, ‘২০ মিনিটে ৩৫ লাখ’—বাংলাদেশি তারকাদের পারিশ্রমিক কি নতুন উচ্চতায় পৌঁছাচ্ছে?’

এদিকে শাকিব খান এখন ব্যস্ত রয়েছেন সাকিব ফাহাদ পরিচালিত  ‘সোলজার’ নিয়ে। এতে তার বিপরীতে রয়েছেন তানজিন তিশা।  সিনেমাটি আগামী বছর মুক্তির কথা রয়েছে।


ডিআর/এসএসকে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিনোদন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর