ফেরদৌস ওয়াহিদ, লিজা ও লুইপাকে নিয়ে শুরু হলো ‘আরটিভি লিটল স্টার’
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ১৬:১৩
বাংলাদেশের প্রতিভাবান শিশু-কিশোরদের খোঁজে আরটিভি আয়োজন করছে এসএমসি মনিবিস্কুট প্রেজেন্টস ‘আরটিভি লিটল স্টার-আগামীর কণ্ঠস্বর’ পাওয়ার্ড বাই- স্মাইল বেবি ডায়াপার। বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন জনপ্রিয় পপ সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ, বর্তমান সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজা এবং বর্তমান সময়ের আরও একজন জনপ্রিয় সংগীতশিল্পী জিনিয়া জাফরিন লুইপা।
আরটিভি ইতিপূর্বে লোকগানের রিয়েলিটি শো ‘বাংলার গায়েন’ ‘বাংলার গায়েন সিজন২’ ও ‘বাংলার গায়েন ইউএসএ’ এবং তরুণ সংগীতশিল্পীদের অংশগ্রহণে রিয়েলিটি শো ‘ইয়াং স্টার’ ‘ইয়াং স্টার সিজন২’ ও ‘ইয়াং স্টার ইউএসএ’ এর বিপুল জনপ্রিয়তার ধারাবাহিকতায় এবার অলনাইন রেজিস্ট্রেসনের মাধ্যমে প্রায় ১২হাজার প্রতিযোগীর আবেদন থেকে প্রাথমিক ভাবে ৫ হাজার প্রতিযোগীকে বাছাই করেন বিচারকগণ। এই ৫হজার জন থেকে বিচারকগণের বিচার-বিশ্লেষণে ১৫০ কে বাচাই করা হয় স্টুডিও রাউন্ডের জন্য। আরটিভি বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে ১৫০ জন প্রতিযোগী নিয়ে শুরু হয় এসএমসি মনিবিস্কুট প্রেজেন্টস ‘আরটিভিলিটল স্টার-আগামীর কণ্ঠস্বর’ এর চূড়ান্ত বাছাই পর্ব।
তারই ধারাবাহিকতায় পরবর্তীতে ফোক রাউন্ড, রবীন্দ্রসঙ্গীত এবং নজরুলগীতি রাউন্ড, মডার্ন সং রাউন্ড, ব্যান্ড রাউন্ড অনুস্থিত হবে।
আরজু আহমেদ এর প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন ইমতু রাতিশ ও রুহানি সালসাবিল লাবণ্য। সার্বিক তত্তাবধানে রয়েছেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান, সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন আরটিভি অনুষ্ঠান বিভাগের প্রধান দেওয়ান শামসুর রকিব। অনুষ্ঠানটি আজ ৮ নভেম্বর থেকে প্রতি শনিবার এবং বুধবার সন্ধ্যা ৬টা ৫মিনিটে আরটিভিতে প্রচার হবে। একই সাথে লাইভ সম্প্রচার হবে আরটিভি লাইভ আপডেট ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে। অনএয়ার শেষে আপলোড হবে আরটিভি রিয়েলিটি শো ইউটিউব চ্যানেলে।
ডিআর/এসএসকে

