বাচ্চাদের পেছনে দৌড়াতে দৌড়াতে ফিটনেসটা ব্যাক পাচ্ছি : পরীমণি
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ১৮:১৫
ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমণি এখন অভিনয়ের বাইরেও ব্যস্ত সময় কাটাচ্ছেন তার সন্তান রাজ্যকে ঘিরে। মা হওয়ার পর জীবনযাপনের অগ্রাধিকার বদলে গেছে তার। তবে পরী বলছেন, মাতৃত্বের এই ব্যস্ততাই তাকে ফিরিয়ে দিচ্ছে আগের ফিটনেস।
এক সাক্ষাৎকারে পরীমণি হাসতে হাসতে বলেন, ‘বাচ্চাদের পেছনে সারাক্ষণ দৌড়াতে হয়। খাওয়ানো, খেলানো, ঘুম পাড়ানো— সবই হাতে নিতে হয়। এসব করতে করতেই বুঝতে পারছি, ফিটনেসটা আবার ফিরে পাচ্ছি।’
এ সময় জন্মদিন নিয়ে নিজের বিশেষ অনুভূতির কথাও শেয়ার করেন অভিনেত্রী। তার মতে, ‘আমার কাছে জন্মদিন মানেই সবাই একটু উইশ করলো, ভালোবাসা জানালো— এটাই সবচেয়ে বড় উপহার। এর চেয়ে বড় গিফট আমার কাছে আর কিছু নেই।’
পরীমণির কথায় স্পষ্ট, গ্ল্যামার ও আলোচনার বাইরে এখন তার জীবনের কেন্দ্রবিন্দু পরিবার ও সন্তান। মাতৃত্বের এই অধ্যায়ই তাকে দিচ্ছে নতুন অনুপ্রেরণা, নতুন আনন্দ।
ডিআর/এসএসকে

