তাহসানকে দেখে নেওয়ার হুমকি দিয়েছিলেন অনেক প্রভাবশালী
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ১৮:৩৭
২৫ বছরের ক্যারিয়ারে গানের নানা অভিজ্ঞতা রয়েছে তাহসান খানের। এই দীর্ঘ সময়ে কখনো বিয়ের অনুষ্ঠানে গান গাওয়া হয়েছে কিনা? এমন প্রশ্নের জবাবে তাহসান বলেন, ‘আমার গানগুলো অনেক বোরিং এগুলো বিয়ের অনুষ্ঠানের জন্য না।’
রাজধানীতে আয়োজিত এক ইভেন্টে উপস্থাপিকা শ্রাবণ্য তৌহিদার প্রশ্নের জবাবে নিজের সম্পর্কে এমনই মন্তব্য করেন তাহসান। তিনি জানান, অনেক সময় অনেক প্রভাবশালী ব্যক্তি বিয়ের অনুষ্ঠানে গান গাওয়ার জন্য ডেকেছে, কিন্তু আমার যেহেতু সে ধরনের গান নেই- তাই যাওয়া হয়নি। এটা নিয়ে অনেক সময় বিব্রতকর পরিস্থিতিরও শিকার হতে হয়েছে। আমি অনেক ক্ষুদ্র একটা মানুষ। অনেক প্রভাবশালীই পরে বলেছে, কেন আসবে না। এই ছেলেকে দেখে নিতে হবে।’
তিনি আরও বলেন, ‘প্রীতম সে ধরনের গান করে। সে হয়তো যেতে পারে। বিয়ের অনুষ্ঠানে গান গাওয়া দোষের কিছু না। কিন্তু আমার যেহেতু সে ধরনের গান নেই। তাই যাওয়া হয়নি।’
সম্প্রতি বিদেশের মাটিতে এক কনসার্টে গান ছেড়ে দেওয়ার ঘোষণা দেন তাহসান। তিনি জানিয়েছেন, হাতে থাকা কনসার্টগুলো শেষ করেই গান গাওয়া ছেড়ে দেবেন তিনি।
ডিআর/এসএসকে

