রাজধানীর হাতিরঝিল থানায় সাবেক স্ত্রী রিয়া মনির দায়ের করা হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি প্রদর্শনের মামলায় গ্রেপ্তারের পর জামিন পেয়েছেন কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম।
শনিবার (১৫ নভেম্বর) দুপুরে গ্রেপ্তারের পর তাকে আদালতে হাজির করে পুলিশ। পরে বিকেল ৪টা ১০ মিনিটের দিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসানের আদালতে তোলা হলে তার আইনজীবীরা জামিন আবেদন করেন। বাদীপক্ষ জামিনের বিরোধিতা করলেও উভয় পক্ষের শুনানি শেষে ২০০ টাকার মুচলেকায় আদালত হিরো আলমকে জামিন মঞ্জুর করেন। এসময় মামলার বাদী রিয়া মনি আদালতে উপস্থিত ছিলেন।
এর আগে গত ১২ নভেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান হিরো আলম ও তার সহযোগী আহসান হাবিব সেলিমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ওই পরোয়ানার ভিত্তিতে শনিবার সকালে হিরো আলমকে হাতিরঝিল থানা পুলিশ গ্রেপ্তার করে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, হিরো আলম ও তার সাবেক স্ত্রী রিয়া মনির মধ্যে সম্প্রতি পারিবারিক বিরোধ দেখা দেয়। একপর্যায়ে হিরো আলম তাকে তালাক দিয়ে বাসা ছাড়তে বাধ্য করেন।
গত ২১ জুন রিয়া মনির পরিবারের সঙ্গে মীমাংসার জন্য হাতিরঝিল এলাকার একটি বাসায় ডাকা হয়। অভিযোগ অনুযায়ী, সেখানে হিরো আলমসহ ১০–১২ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি রিয়া মনি ও তার পরিবারের সদস্যদের গালাগাল করেন। পরবর্তীতে বাদীর বর্তমান বাসায় ঢুকে কাঠের লাঠি দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন অংশে মারধর করে জখম করার অভিযোগ রয়েছে। একই সঙ্গে বাদীর গলায় থাকা দেড় ভরি স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার কথাও উল্লেখ আছে।
ওই ঘটনার পর ২৩ জুন হাতিরঝিল থানায় রিয়া মনি মামলাটি দায়ের করেন।
ডিআর/এসএসকে

