Logo

বিনোদন

নায়িকাকে জড়িয়ে ধরায় ৯ দিনের কারাদণ্ড পেল ভক্ত

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ১৬:৪৮

নায়িকাকে জড়িয়ে ধরায় ৯ দিনের কারাদণ্ড পেল ভক্ত

হলিউড তারকা ও গায়িকা আরিয়ানা গ্র্যান্ডে অভিনীত নতুন চলচ্চিত্র ‘উইকড : ফর গুড’–এর প্রিমিয়ারে ঘটে এক চাঞ্চল্যকর ঘটনা। গত ১৩ নভেম্বর সিঙ্গাপুরে আয়োজিত সেই অনুষ্ঠানে নিরাপত্তা বেষ্টনী ভেঙে আরিয়ানার কাছে ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরেন ২৬ বছর বয়সী অস্ট্রেলিয়ান নাগরিক জনসন ওয়েন। ঘটনাটি মুহূর্তে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, লালগালিচায় সহশিল্পীদের সঙ্গে হাঁটছিলেন আরিয়ানা। ঠিক সেই সময় দৌড়ে এসে তার গলায় হাত রাখেন জনসন ওয়েন। সঙ্গে সঙ্গে অভিনেত্রী সিন্থিয়া এরিভো এবং নিরাপত্তারক্ষীরা দ্রুত তাকে থামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। অপ্রত্যাশিত ঘটনায় স্পষ্টতই আতঙ্কিত হয়ে পড়েন গায়িকা।

এ ঘটনা শুধু প্রথমবার নয়। জনসন ওয়েন এর আগেও কেটি পেরি, দ্য উইকেন্ডসহ একাধিক তারকার কনসার্টে মঞ্চে উঠে পড়েছিলেন বলে আদালতে জানানো হয়।

সোমবার (১৭ নভেম্বর) বিবিসি জানায়, সিঙ্গাপুরের আদালত জনসন ওয়েনকে ৯ দিনের কারাদণ্ড দিয়েছে। অভিযোগ—তিনি শুধু নিরাপত্তা লঙ্ঘনই করেননি, বরং প্রিমিয়ার ভেন্যুতে দুইবার অনুপ্রবেশের চেষ্টা করেছিলেন। পরদিন তাকে গ্রেপ্তার করে জনসাধারণের নিরাপত্তা ব্যাহত করার অভিযোগে মামলা দায়ের করা হয়। আদালতে দোষ স্বীকার করে ওয়েন জানান, ‘এ ধরনের কাজ আর কখনো করবেন না।’

ঘটনা নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি আরিয়ানা গ্র্যান্ডে। তবে ভক্তরা সামাজিক মাধ্যমে তার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন।

এদিকে বিশ্বব্যাপী আলোচিত ফ্যান্টাসি মিউজিক্যাল ছবি ‘উইকড : ফর গুড’ আগামী ২১ নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে। ছবিটিতে আরিয়ানার সঙ্গে অভিনয় করেছেন সিন্থিয়া এরিভো, জেফ গোল্ডব্লামসহ আরও অনেকে। পরিচালনা করেছেন জন এম. চু।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিনোদন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর