Logo

বিনোদন

‘সোলজার’ লুকে দুর্দান্ত তানজিন তিশা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ১৬:৫৮

‘সোলজার’ লুকে দুর্দান্ত তানজিন তিশা

ঢালিউডের জনপ্রিয় নায়ক শাকিব খানের হাত ধরেই বড় পর্দায় প্রথমবার যাত্রা শুরু করতে যাচ্ছেন ছোটপর্দার পরিচিত মুখ তানজিন তিশা। বহু প্রতীক্ষিত অ্যাকশন– থ্রিলার সিনেমা ‘সোলজার’–এ দেখা যাবে তাকে। সোমবার প্রকাশিত হয়েছে ছবিতে তিশার ফার্স্ট লুক পোস্টার, যা ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে।

পোস্টারে তিশাকে দেখা গেছে সম্পূর্ণ নতুন এক রূপে— সাদা স্লিভলেস টপ, গ্রে-অ্যাশ রঙের প্যান্ট, আর পেছন ফিরে তাকানো দৃঢ় দৃষ্টি। চারদিকে ছড়িয়ে থাকা দাবার গুটি ও হাতে ক্যামেরা তার চরিত্রে রহস্য ও কৌশলপূর্ণ ব্যক্তিত্বের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন দর্শকরা।

এতটা ভিন্ন ও শক্তিশালী লুকে তানজিন তিশাকে আগে দেখা যায়নি।

নিজের ফেসবুকে পোস্টার শেয়ার করে তিশা লিখেছেন, ‘আপনাদের সৈনিক আপনাদের সেবায় নিয়োজিত।’ পোস্টারটি প্রকাশের পর মন্তব্যের ঘরেও জমে ওঠে আলোচনা। একজন লিখেছেন, ‘দেখে মনে হচ্ছে তিনি সাংবাদিক।’ আবার অন্য এক দর্শকের ধারণা, ‘সম্ভবত ‘সোলজার’-এ তিশাকে সাংবাদিক চরিত্রেই দেখা যাবে।’

পরিচালক সাকিব ফাহাদের পরিচালনায় নির্মিত এই ছবিতে শাকিব খান ও তিশার পাশাপাশি অভিনয় করেছেন তারিক আনাম খান, তৌকীর আহমেদ, জান্নাতুল ফেরদৌস ঐশীসহ আরও অনেকে।

সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত চলচ্চিত্রটির শুটিং শেষ হয়েছে আগেই। ঈদের সময় নয়, ভিন্ন সময়ে সিনেমাটি মুক্তির পরিকল্পনার কথাও জানিয়েছেন নির্মাতা।

‘সোলজার’ নিয়ে দর্শকদের আগ্রহ বাড়ছে প্রতিদিনই। বিশেষ করে তানজিন তিশার নতুন রূপ সিনেমাটির প্রতি কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিনোদন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর