‘নাটক হোক সুস্থ সমাজের দর্পণ’– শ্লোগান নিয়ে সৌদি আরবের মরুপ্রান্তরে দেশীয় সংস্কৃতির চর্চা এবং বিদেশীদের কাছে পরিচয় করানোর প্রত্যয় নিয়ে ২০১৪-এর ৫ই সেপ্টেম্বর কয়েকজন প্রবাসীর উদ্যোগে প্রতিষ্ঠিত হয় ‘রিয়াদ বাংলাদেশ থিয়েটার’। সংগঠনটি দীর্ঘ প্রায় বারো বছর ধরে মরুর বুকে নিয়মিত নাটক-সংগীত-আবৃত্তি-নৃত্যচর্চার বাংলাদেশের সংস্কৃতির যোগ্য দূত হিসেবে সাফল্যের সঙ্গে কাজ করে যাচ্ছে। এর প্রতিষ্ঠাতা-সদস্যদের মধ্যে অন্যতম- আরিফুর রহমান টিটু, মীর্জা কামাল, জাহাঙ্গীর আলম হৃদয় প্রমুখ। সংস্কৃতিচর্চার পাশাপাশি রিয়াদ বাংলাদেশ থিয়েটার দুর্যোগকালে সৌদি আরব ও বাংলাদেশে নানা সহায়তামূলক কর্মকাণ্ডও পরিচালনা করে থাকে।
রিয়াদ বাংলাদেশ থিয়েটার-এর প্রযোজনাসমূহের মধ্যে উল্লেখযোগ্য হলো- ‘রেমিট্যান্স যোদ্ধা’, ‘অল্প বিদ্যা ভয়ংকর’, ‘ক্ষ্যাপা পাগলার প্যাচাল’, ‘বৃদ্ধাশ্রম’, ‘মানিক জোড়’ ইত্যাদি। এছাড়া ‘এই পীরিতি সেই পীরিতি নয়’, ‘বেয়োনেট’, ‘চেয়ার সমাচার’, ‘মলিয়া সুন্দরী’ প্রভৃতি প্রযোজনা মঞ্চায়নের অপেক্ষায় আছে। বর্তমানে দলটি ব্যস্ত রয়েছে একযুগপূর্তি উদযাপন অয়োজনে, যেখানে বাংলাদেশের নাট্যদলসহ নাট্যোৎসব অয়োজনের পরিকল্পনাও রয়েছে।
সম্প্রতি রিয়াদ বাংলাদেশ থিয়েটার উদযাপন করে নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মবার্ষিকী, এতে অলোচনা-স্মৃতিচারণ-সঙ্গীত-আবৃত্তি-নাট্যাংশ প্রভৃতি উপস্থাপিত হয়।
সর্বশেষ গত ১১-১৪ই নভেম্বর রিয়াদ বাংলাদেশ থিয়েটার সৌদি সরকারের আমন্ত্রণে আল সোয়াইদি পার্কে ‘রিয়াদ সিজন ২০২৫’- এ অংশগ্হণ করে। প্যারেড ও মঞ্চ পরিবেশনায় নাচ-গান আর দেশ থেকে আগত প্রখ্যাত কণ্ঠশিল্পীদের পরিবেশনা সহজেই প্রবাসী বাংলাদেশি ও পাশাপাশি অন্যান্য দেশের দর্শকের হৃদয়ে স্থান করে নেয় । এতে বাংলাদেশ থেকে আগত শিল্পীদের মধ্যে ছিলেন মনির খান, আসিফ আকবর, বেলাল খান, আকাশ মাহমুদ, ইসরাত জাহান জুই, পুষ্পিতা মিত্র এবং হুমাইরা ইশিকা প্রমুখ। কোরিওগ্রাফার হিসেবে ছিলেন- এজহারুল হক মিজান ও রুবিনা সুলতানা। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন বাংলাদেশ থেকে আগত প্রার্থনা ফারদীন দীঘি।

