বেবি বাম্পের ছবি প্রকাশ করে ভক্তদের চমকে দিলেন সোনম কাপুর
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ১৬:৫৭
বলিউডে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল— দ্বিতীয়বারের মতো মা হতে পারেন সোনম কাপুর। অবশেষে সেই জল্পনাই সত্যি করে দিলেন অনিল কন্যা। বছরের শেষ প্রান্তে এসে সামাজিক যোগাযোগমাধ্যমে বেবি বাম্পের ছবি শেয়ার করে সুখবরটি নিজেই জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি পোস্ট করেন সোনম। ছবিতে গোলাপি টপ ও স্কার্টে সেজে দাঁড়িয়ে আছেন তিনি; দু’হাতে আলতো করে আগলে রেখেছেন নিজের স্ফীতোদর। ক্যাপশনে মাত্র একটি শব্দ—‘মা’—দিয়ে নিশ্চিত করলেন নতুন অতিথির আগমনের খবর।
সোনমের এই বিশেষ মুহূর্তে সবচেয়ে বেশি উচ্ছ্বসিত স্বামী আনন্দ আহুজা। স্ত্রীর পোস্টে তিনি মজার ছলে লিখেছেন, ‘এবার দ্বিগুণ ঝামেলা!’ পরক্ষণেই আবার ভালোবাসার বার্তা দিয়ে মন্তব্য করেন, ‘তুমি দুর্দান্ত এক মা।’
এ দম্পতির প্রথম সন্তান বায়ুর বয়স তিন বছর। ছেলেকে নিয়ে মাতৃত্ব উপভোগ করতে প্রথম সন্তানের জন্মের পর থেকেই অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন সোনম। মাঝে ২০২৩ সালে ক্রাইম–থ্রিলার ‘ব্লাইন্ড’ ছবির মাধ্যমে ফের পর্দায় ফিরলেও এরপর আবার দূরে সরে যান আলো–ঝলমলে দুনিয়া থেকে।
এর আগে ২০১৯ সালে মুক্তি পাওয়া ‘দ্য জোয়া ফ্যাক্টর’-এর পর দীর্ঘ বিরতি কাটিয়েছিলেন তিনি। দ্বিতীয়বার মা হওয়ার ঘোষণা ভক্তদের মধ্যে যেমন আনন্দ ছড়িয়েছে, তেমনই নতুন করে জেগেছে অপেক্ষা— কবে আবার বড়পর্দায় ফিরবেন বলিউডের এই ফ্যাশন আইকন।

