Logo

বিনোদন

স্বামীর বিরুদ্ধে মামলা, ৬৮ কোটি টাকা খোরপোশ দাবি সেলিনা জেটলির

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ১৫:২৫

স্বামীর বিরুদ্ধে মামলা, ৬৮ কোটি টাকা খোরপোশ দাবি সেলিনা জেটলির

বলিউড অভিনেত্রী ও সাবেক মিস ইন্ডিয়া সেলিনা জেটলি ১৪ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে অস্ট্রেলিয়াবাসী স্বামী পিটার হাগের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন। গত ২১ নভেম্বর মুম্বাইয়ের আদালতে পারিবারিক সহিংসতা প্রতিরোধ আইনের ২(এ) ধারায় তিনি এই মামলা দায়ের করেন।
মঙ্গলবার বিচারিক ম্যাজিস্ট্রেট এস.সি. তাডয়ের আদালতে মামলার আবেদন শুনানি শেষে পিটার হাগকে নোটিশ পাঠানো হয়েছে। মামলার পরবর্তী শুনানি আগামী ১২ ডিসেম্বর নির্ধারিত হয়েছে।
ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, মামলার অভিযোগপত্রে ৪৭ বছর বয়সী সেলিনা অভিযোগ করেন—দীর্ঘদিন ধরে মানসিক, শারীরিক ও যৌন নির্যাতনের শিকার ছিলেন তিনি। নির্যাতন সহ্য করতে না পেরে শেষপর্যন্ত দেশ ত্যাগ করে ভারতে ফিরে আসেন। বর্তমানে তাদের সন্তানরা অস্ট্রিয়ায় বাবার কাছে রয়েছে।
মামলায় সেলিনা হাগ থেকে ৫০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৬৮ কোটি টাকার বেশি) খোরপোশ দাবি করেছেন। পাশাপাশি সন্তানদের জন্য মাসিক ১০ লাখ রুপি ভরণ–পোষণ হিসেবে দাবি করেছেন।
পিটার হাগ পেশায় একজন অস্ট্রিয়ান হোটেল উদ্যোক্তা। দুবাই ও সিঙ্গাপুরের বিভিন্ন প্রখ্যাত হোটেল চেইনে দায়িত্ব পালন করেছেন। বিশেষ করে দুবাইয়ের ইমার হসপিটালিটি গ্রুপে মার্কেটিং ও ম্যানেজমেন্টে গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। ২০১১ সালে সেলিনাকে বিয়ে করার আগেই তিনি হোটেল শিল্পে প্রতিষ্ঠিত ছিলেন।
২০১০ সালে সেলিনার পরিবারকে দেখতে ভারতে এলে পিটার প্রথম তাকে বিয়ের প্রস্তাব দেন। সে বছরই ২৩ সেপ্টেম্বর মুম্বাইয়ের বাসায় পরিবারের সদস্যদের উপস্থিতিতে আংটি বদল হয়। ২০১১ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর ২০১২ সালে তারা যমজ সন্তানের বাবা–মা হন। পাঁচ বছর পর আবার যমজ সন্তানের জন্ম দেয় দম্পতি; তবে নবজাতকদের একজন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়।
নির্যাতনের অভিযোগে মামলা দায়েরের পর পুরো ঘটনাটি এখন বলিউড মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

এস‌এসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিনোদন বলিউড

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর