হাতে ‘১০০০’ সংখ্যা লিখে যে বার্তা দিলেন শবনম ফারিয়া
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ১৯:০০
জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। নানা সময়ে নানা অসংগতির বিরুদ্ধে সোচ্চার এই অভিনয়শিল্পী আবারও সামাজিক মাধ্যমে নিজের অবস্থান তুলে ধরলেন অন্যায়ের বিরুদ্ধে।
মুষ্ঠিবদ্ধ বলিষ্ঠ হাতের তালুতে লিখলেন ‘১০০০’, আর সেই ছবি তুলে ফেসুবকে প্রকাশ করে ডিজিটাল সহিংসতার বিরুদ্ধে নিজের অবস্থান তুলে ধরলেন।
গতকাল ফেসবুকে নিজের একটি বার্তা শেয়ার করে তিনি বলেন, ‘মানুষ হয়তো শুধু একটা নম্বর দেখবে, কিন্তু আমি জানি এর পেছনে কী কী সহ্য করেছি, কী কী পেরিয়ে এসেছি। তোমার নম্বরের গল্প বলো, আরও জোরে আওয়াজ তোলো।’
ডিজিটাল প্ল্যাটফর্মে হয়রানি, অপমান বা আক্রমণের শিকার হওয়া মানুষের সঙ্গে সংহতি প্রকাশ করে ফারিয়া সবাইকে নিজেদের অভিজ্ঞতা প্রকাশ করতে উৎসাহ দিয়েছেন। তার মতে, প্রত্যেকের ‘নম্বর’— অর্থাৎ অভিজ্ঞতা, লড়াই বা মানসিক ক্ষত— একটি গুরুত্বপূর্ণ গল্প, যা বলা দরকার।
তিনি আরও বলেন, অনলাইন সহিংসতা শুধু একটি ভার্চুয়াল সমস্যা নয়; এটি মানুষের জীবন, মানসিক স্বাস্থ্য এবং নিরাপত্তাকে গভীরভাবে প্রভাবিত করে। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ডিজিটাল সহিংসতার বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে তার এই বার্তা প্রশংসা কুড়িয়েছে, এবং অনেকেই নিজেদের অভিজ্ঞতা জানিয়ে ফারিয়ার সঙ্গে একাত্মতা প্রকাশ করছেন।
এসএসকে/

