বিয়ে করলেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ফারহান সাদিক। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ‘লিলিপুট ফারহান’ নামে পরিচিত। বুধবার ঝিনাইদহে সম্পন্ন হয়েছে তার বিয়ের আনুষ্ঠানিকতা। ফারহানের জীবনসঙ্গী তাসনিম জেরিন— খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী।
বিয়ের পরদিন রাতে নিজের ফেসবুকে স্ত্রীকে সঙ্গে নিয়ে একটি ছবি প্রকাশ করেন ফারহান। ক্যাপশনে লেখেন মাত্র একটি শব্দ, ‘আলহামদুলিল্লাহ’। আর তাতেই শুরু হয় শুভেচ্ছার বন্যা। ১৩ ঘণ্টার মধ্যেই পোস্টটিতে পড়ে ৩ লাখ ৩০ হাজারের বেশি রিঅ্যাক্ট, আর মন্তব্যের সংখ্যা ছাড়ায় ১৩ হাজার।
সহকর্মী এবং পরিচিত মুখদের অনেকে নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন। কনটেন্ট ক্রিয়েটর মাহি ছবিটি শেয়ার করে লিখেছেন, ‘বিয়ে হবে বিয়ের মতো।’ আর মানিক লিখেছেন, ‘অবশেষে আমাদের সবার প্রিয় লিলিপুট ফারহানের বিয়ে হয়ে গেল।’
হাস্যরসাত্মক ভিডিও নির্মাণের মাধ্যমে তরুণসমাজে দারুণ জনপ্রিয়তা পেয়েছেন ফারহান। তার ফেসবুক পেজে অনুসারীর সংখ্যা ১৫ লাখের বেশি, আর ইনস্টাগ্রামে আছেন প্রায় সাড়ে ৩ লাখ ফলোয়ার।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ফারহান সাদিক মূলত ঝিনাইদহের ছেলে। বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগে তিনি পড়েছেন পাবনা ক্যাডেট কলেজে।
এসএসকে/

