নায়িকাদের প্রতি অবিচার নিয়ে মুখ খুললেন মাধুরী দীক্ষিত
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ১৫:৫৯
বহু বছর ধরে বলিউডে নায়ক-নায়িকাদের পারিশ্রমিক নিয়ে বৈষম্য চলে আসছে। এই অসাম্য নিয়ে আলোচনা হলেও বাস্তবিক পরিবর্তন এখনো তেমন হয়নি। এবার এ নিয়ে সরাসরি মত দিলেন বলিউডের চিরচেনা তারকা মাধুরী দীক্ষিত।
মাধুরীর ভাষায়, ‘শুধু সিনেমা নয়, বিভিন্ন কর্পোরেট ক্ষেত্রেও বেতন বৈষম্য আছে। কিন্তু সিনেমায় নায়িকাদের প্রতি অন্যায় বেশি চোখে পড়ে। এখন সময় এসেছে এই অসমতা দূর করার।’
বলিউডে তার সূচনা থেকেই মাধুরী ছিলেন প্রথম সারির নায়িকা। অনিল কাপুর, সঞ্জয় দত্ত, শাহরুখ খান, সালমান খান, আমির খান— সবার বিপরীতেই সুপারহিট জুটি গড়েছেন তিনি। তবুও অভিজ্ঞতার ভাণ্ডার খুলে তিনি জানান, বেতন বৈষম্য তার ক্যারিয়ারের প্রথম থেকেই ছিল।
মাধুরী বলেন, ‘পারিশ্রমিকে সমতা চাওয়া কোনো বাড়াবাড়ি নয়। নায়ককে বাদ দিয়ে নায়িকাকে বেশি দিতে হবে— আমি তা বলছি না। তবে যে ব্যবধানটা আছে, সেটা অন্তত কমানো উচিত।’
সম্প্রতি দীপিকা পাড়ুকোনের দাবি, প্রতিদিন সর্বোচ্চ ৮ ঘণ্টা কাজ করা উচিত— এ নিয়েও মুখ খোলেন তিনি।
‘মিসেস দেশপান্ডে’ ওয়েব সিরিজের শুটিংয়ের অভিজ্ঞতা শেয়ার করে মাধুরী বলেন, ‘আমরা তো ১২ ঘণ্টারও বেশি কাজ করেছি বহুদিন। আমি কাজ করতে ভালোবাসি; তাই সময় বড় বিষয় নয়। কিন্তু যদি কোনো নায়িকা নির্দিষ্ট সময়সীমা চান, সেটি তার ব্যক্তিগত অধিকার। তার এমন সিদ্ধান্ত নেওয়ার শক্তিকে সম্মানই জানানো উচিত।’
দীপিকার বক্তব্যে সমর্থন যোগ করে তিনি বলেন, কাজের সময়সীমা চাপিয়ে দেওয়া ঠিক নয়। প্রতিটি শিল্পীর নিজের মত বেছে নেওয়ার অধিকার আছে।’
৫৮ বছর বয়সী মাধুরী এখন অভিনয় করেছেন নতুন ওয়েব সিরিজ ‘মিসেস দেশপান্ডে’-তে, যা মুক্তি পেতে যাচ্ছে ১৯ ডিসেম্বর। নাগেশ কুকুনুর পরিচালিত সিরিজটি ফরাসি থ্রিলার La Mante–এর অফিসিয়াল রিমেক। গল্পে দেখা যাবে, ২৫ বছর ধরে কারাগারে থাকা এক চাঞ্চল্যকর সিরিয়াল কিলারকে, যাকে পুলিশ বাধ্য হয় আবার সাহায্য চাইতে— এক নতুন নকল খুনির তাণ্ডব থামাতে।
এসএসকে/

