আর্থিক তছরুপের অভিযোগে বলিউড অভিনেত্রী নেহা শর্মাকে জিজ্ঞাসাবাদ
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ১৭:০৩
বলিউড অভিনেত্রী নেহা শর্মা আবারো খবরের শিরোনামে। অনলাইন বেটিং অ্যাপে জড়িত আর্থিক অনিয়মের অভিযোগে সম্প্রতি তাকে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। মঙ্গলবার (২ ডিসেম্বর) নেহা ওই সমনের প্রেক্ষিতে ইডি কার্যালয়ে উপস্থিত হন এবং সেখানে কর্মকর্তারা তার জবানবন্দি নেন। তবে জিজ্ঞাসাবাদ শেষে অভিনেত্রীর পক্ষ থেকে বিষয়টি নিয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।
এর আগে শুধু নেহাই নয়—অনলাইন বেটিং অ্যাপের প্রচারণা বা বিজ্ঞাপনে যুক্ত থাকার অভিযোগে বলিউড ও টালিউডের আরও বহু জনপ্রিয় তারকা, সাবেক ক্রিকেটার এবং নেটদুনিয়ার প্রভাবশালীদের সমন পাঠিয়েছে ইডি।
ভারত সরকার ‘ওয়ানএক্স বেট’সহ কয়েকটি অনলাইন বেটিং অ্যাপকে অবৈধ ঘোষণা করেছে। এসব অ্যাপের প্রচারে দেশের প্রথম সারির অনেক সেলিব্রিটিকে যুক্ত থাকতে দেখা গেছে, যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।
কোন কোন অ্যাপকে কেন্দ্র করে তারকারা ইডির সমনে পড়ছেন—সে তালিকা এখনো পুরোপুরি প্রকাশ্যে আসেনি। তবে আলোচনায় আছে দুটি নাম—‘রামি’ এবং ‘ওয়ানএক্স বেট’।
‘রামি’ অ্যাপের কারণে দক্ষিণ ভারতের একাধিক অভিনেতা-অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছে। অন্যদিকে ‘ওয়ানএক্স বেট’-এর প্রচারমূলক কাজে অংশ নেওয়ায় ইডির ডাকে হাজির হতে হচ্ছে সাবেক ক্রিকেট তারকা যুবরাজ সিং, শিখর ধাওয়ান, রবিন উথাপ্পা, সুরেশ রায়না এবং টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী ও অভিনেতা অঙ্কুশ হাজরাকে।
এসএসকে/

