Logo

বিনোদন

শোবিজ ছেড়ে দ্বীনের পথে চিত্রনায়িকা মৌ খান

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৫, ১৯:১১

শোবিজ ছেড়ে দ্বীনের পথে চিত্রনায়িকা মৌ খান

চলচ্চিত্রকে বিদায় জানালেন ঢালিউডের পরিচিত মুখ মৌ খান। অভিনয়জগতে আর ফিরবেন না জানিয়ে শুক্রবার সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে এক আবেগঘন ঘোষণা দেন তিনি।

‘প্রতিশোধের আগুন’, ‘বান্ধব’, ‘অমানুষ হলো মানুষ’–সহ বেশ কয়েকটি ছবিতে অভিনয় করে নজর কাড়েন মৌ। তবে এবার সম্পূর্ণ ব্যক্তিগত ও ভেবে-চিন্তে নেওয়া সিদ্ধান্তের ভিত্তিতে মিডিয়াকে বিদায় জানালেন তিনি।


ফেসবুক পোস্টে মৌ লেখেন, ‘আমি আর আমার অভিনয় ক্যারিয়ারটি চালিয়ে যেতে চাই না। জীবনের বাকি অংশ আল্লাহর আদেশ অনুযায়ী, নামাজ–কোরআন ও দ্বীনের আলোকে কাটাতে চাই। রাসুল (সা.)–এর সুন্নাহ মেনে জীবন গড়ার ইচ্ছাই এখন আমার প্রধান লক্ষ্য।’


এসময় অসমাপ্ত কাজগুলো নিয়ে তিনি পরিচালকদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, ‘যে কয়েকটি কাজ এখনো অসম্পূর্ণ আছে, সেগুলো পরিচালকরা নিজেদের মতো করে শেষ করে নেবেন বলে আশা করি। আমার অংশ যেটুকু বাকি, তা শেষ করেই আমি সম্পূর্ণভাবে এই জগত থেকে সরে আসতে চাই। সামনে ইনশাআল্লাহ হালাল উপায়ে ব্যবসা করে রিজিক উপার্জন করব।’


ভক্ত-অনুরাগীদের উদ্দেশে কৃতজ্ঞতাও জানাতে ভোলেননি মৌ খান। তিনি বলেন, ‘এতদিন যে ভালোবাসা পেয়েছি, তা আমার কাছে অমূল্য। দোয়া করবেন, যেন আল্লাহর পথে দৃঢ় থাকতে পারি।’


মৌ খানের এ সিদ্ধান্তে অনেকেই বিস্মিত হলেও তার সাহসী পদক্ষেপকে সম্মান জানিয়ে শুভকামনা জানাচ্ছেন শিল্পী-কলাকুশলীরা।

এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিনোদন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর