ইরফান সাজ্জাদের অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদ জানালো সাংবাদিকেরা
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ২০:১০
সাংবাদিকের সঙ্গে অভিনেতা ইরফান সাজ্জাদের অসৌজন্যমূলক আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)। গত ৪ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় মুহাম্মদ মোস্তফা কামাল রাজের শুটিং স্পটে সময় টেলিভিশনের সাংবাদিক ও বাচসাস’র কার্যনির্বাহী পরিষদ সদস্য মহিব আল হাসানের সঙ্গে অসৌজন্যমূলক ও অপেশাদার আচরণ করেন ইরফান সাজ্জাদ। তার এহেন আচরণে উপস্থিত সাংবাদিকরা বিস্মিত হন।
সাংবাদিকদের সাথে অভিনেতা ইরফান সাজ্জাদের এমন অসৌজন্যমূলক আচরণের নিন্দা জানিয়েছেন বাচসাস-এর সভাপতি কামরুল হাসান দর্পণ ও সাধারণ সম্পাদক রাহাত সাইফুল।
এক বিবৃতিতে তারা বলেন, ইরফান সাজ্জাদের এ ধরনের ঔদ্ধত্যপূর্ণ, হুমকিমূলক ও অরুচিকর মন্তব্য একজন অভিনয় শিল্পীর কাছ থেকে প্রত্যাশিত নয়। এটা স্বাধীন সাংবাদিকতায় হস্তক্ষেপের শামিল। কোনো প্রতিবেদনে তিনি অসন্তুষ্ট হলে সংবাদপত্র ও গণমাধ্যমের নীতি অনুযায়ী তিনি যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে প্রতিবাদ জানাতে পারেন। তা না করে সরাসরি সাংবাদিকের সাথে তার আক্রমণাত্মক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’
প্রেস বিজ্ঞপ্তি/এসএসকে/

