Logo

বিনোদন

ওমর সানীকে ‘নারী শাসিত পুরুষ’ বলায় আসিফের ওপর ক্ষুব্ধ নায়ক

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ১৭:০৬

ওমর সানীকে ‘নারী শাসিত পুরুষ’ বলায় আসিফের ওপর ক্ষুব্ধ নায়ক

জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী ও কণ্ঠশিল্পী আসিফ আকবরকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তুমুল আলোচনা। ফুটবল ও ফুটবলারদের নিয়ে আসিফের সাম্প্রতিক মন্তব্য থেকেই দুই তারকার ‘মৌখিক দ্বন্দ্ব’ নতুনভাবে প্রকাশ্যে এসেছে।

গত মাসে এক ক্রিকেট কনফারেন্সে ফুটবল ও ফুটবলারদের সম্পর্কে নেতিবাচক মন্তব্য করেন আসিফ আকবর। মুহূর্তেই তার বক্তব্য সমালোচনার ঝড় তোলে। অনেক ফুটবলার ও নেটিজেনের সঙ্গে সঙ্গে অভিনেতা ওমর সানীও তখন সামাজিক মাধ্যমে আপত্তি প্রকাশ করেছিলেন।

সাম্প্রতিক এক পডকাস্টে সেই পুরোনো প্রসঙ্গটি আবারও ওঠে। সেখানে ওমর সানীকে লক্ষ্য করে আসিফ বলেন— সানী নাকি ‘সহজ-সরল’, ‘চাপ বিক্রি করা মানুষ’ এবং ‘নারী শাসিত পুরুষ’। এমনকি তার ব্যক্তিগত জীবন নিয়েও চটুল মন্তব্য করেন তিনি। যদিও শেষে ‘আই লাভ হিম’ বলে বিষয়টি নরম করার চেষ্টা করেন গায়ক।

আসিফের এসব মন্তব্যে ক্ষুব্ধ হন ওমর সানী। সোমবার সকালে নিজের ফেসবুকে ভিডিও বার্তা প্রকাশ করে তিনি তীব্র প্রতিক্রিয়া জানান। সানী বলেন, ‘আমি কোনোদিন আসিফের ব্যক্তিজীবন নিয়ে কথাও বলিনি। শুধু একটি চেয়ারের প্রসঙ্গ তুলেছিলাম। কিন্তু সে জাতীয় টেলিভিশনে আমার পরিবার ও ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলেছে— এটা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।’

রাগান্বিত সুরে তিনি আরও বলেন, ‘আসিফ, তুই গিয়ে মৌসুমীকে জিজ্ঞেস কর— আমি কোথায় দাঁড়িয়ে আছি। আমাকে নিয়ে যা খুশি বল, ফুটবল নিয়ে বল, চেয়ার নিয়ে বল— কিন্তু পরিবারকে নিয়ে মন্তব্য করিস না।’

ভিডিওতে হাত তুলে তিনি চ্যালেঞ্জও ছুড়ে দিয়ে বলেন, “হাতটা দেখছস? আমি ঢাকাতেই আছি। সাহস থাকলে সামনে এসে কথা বল।’

শেষে তিনি আসিফের প্রতি আহ্বান জানান, ‘ভালো হ, ভদ্র হ। আল্লাহ তোকে সম্মান দিয়েছে, সেটা ধরে রাখ। আমার সামনে দাঁড়িয়ে ব্যক্তিত্ব নিয়ে কথা বলার মতো শক্তি কি তোর আছে?’

এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিনোদন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর