ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক নিরব এবার হাজির হলেন নতুন পরিচয়ে। অভিনয়ের পাশাপাশি নিজস্ব পোশাকব্র্যান্ড চালুর ঘোষণা দিয়ে তিনি জানালেন এখন থেকে তিনি ফ্যাশন উদ্যোক্তাও। তার ব্র্যান্ডটির নাম দিয়েছেন তিনি— ‘ভালো’। জানা গেছে তিন গুণে গুণান্বিত নিরবের ভালো। নিরব জানান, তার ব্র্যান্ডের মূল ভাবনা তিনটি শব্দে— শুভ্র, নির্মিত, রাজসিক।
ফেসবুকে কয়েকটি ফটোশুটের ছবি প্রকাশ করে নিরব জানান, অনেকদিনের ভাবনা থেকেই তার এই ফ্যাশন উদ্যোগের সূচনা। সাদা রঙ, আভিজাত্য ও খাঁটি নির্মাণ—এই তিন ভাবনা থেকেই গড়ে উঠেছে প্রথম কালেকশনটি।
নিরব লিখেছেন, ‘আমার নিজের পাঞ্জাবি ব্র্যান্ড ‘ভালো’র প্রথম লুক সবার সঙ্গে ভাগ করে নিতে পেরে আমি সত্যিই গর্বিত। শুরু থেকেই আমরা পরিষ্কার কনসেপ্ট নিয়ে কাজ করেছি— শুভ্রতা আর এলিগ্যান্স। গুল আহমাদের সেরা ফ্যাব্রিকে তৈরি এই পাঞ্জাবিগুলো বাংলাদেশেই দক্ষ হাতের ছোঁয়ায় সম্পন্ন করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘এ পর্যন্ত যারা আমাকে সমর্থন করেছেন সবাইকে ধন্যবাদ। উদ্যোক্তা জীবনের এটা মাত্র প্রথম ধাপ, সামনে আরও অনেক পরিকল্পনা আছে।’
তার ভাষায়, সিনেমা তার ভালোবাসা হলেও স্টাইল ও ফ্যাশন নিয়ে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতাই তাকে উদ্যোক্তা হিসেবে নতুন পথচলার সাহস দিয়েছে। নিরবের ‘ভালো’— সাদার মাধুর্য, নিখুঁত নির্মাণ আর রাজকীয় ছোঁয়ার সমন্বয়ে তৈরি এক নতুন ফ্যাশন পরিচয়।
এসএসকে/

