শেষ মুহূর্তে স্থগিত আতিফ আসলামের কনসার্ট, আয়োজকদের হতাশা
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ২০:৪৯
সব প্রস্তুতি প্রায় শেষ। আয়োজনপক্ষের আত্মবিশ্বাস ছিল— অন্য সব বন্ধ হলেও এই কনসার্টটি হবেই। কারণ আয়োজকদের দেওয়া প্রতিশ্রুতি— মোট মুনাফার ৪০ শতাংশ যাবে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের তহবিলে। কিন্তু সব আশা ধুলোয় মিশে গেল শেষ মুহূর্তের অনুমতির জটিলতায়।
১৩ ডিসেম্বর আয়োজিত হওয়ার কথা ছিল ‘আতিফ আসলাম অ্যাট মেইন স্টেজ শো’। কিন্তু ১১ ডিসেম্বর সন্ধ্যায় জানা যায়, অনুষ্ঠানের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমতি এখনো মেলেনি। আয়োজক দলের এক সদস্য নাম প্রকাশ না করে জানান, ‘আমরা ভেবেছিলাম আজই অনুমতি পাওয়া যাবে। অন্য সব অনুমতি সম্পন্ন ছিল। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আজও কোনো সবুজ সঙ্কেত পাইনি। কাল শুক্রবার— কার্যদিবস নয়। শনিবারই কনসার্টের দিন। তাই বাতিল ছাড়া উপায় নেই।’
এর আগে ৯ ডিসেম্বর মেইন স্টেজ ইনক ঘোষণা করেছিল— ১৩ ডিসেম্বরই কনসার্ট অনুষ্ঠিত হবে। দর্শকদের সুবিধার কথা মাথায় রেখে টিকিটের দাম ৪০ শতাংশ কমানো হয় এবং ঘোষণা দেওয়া হয় বিআরটিসির ফ্রি শাটল সার্ভিসের। কনসার্ট ভেন্যু হিসেবে ঠিক ছিল পূর্বাচলের চাইনিজ ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার। দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কুড়িল থেকে ভেন্যুতে যাতায়াত ব্যবস্থা এবং কনসার্ট শেষে রাত ১টা ৩০ মিনিট পর্যন্ত ফেরার ব্যবস্থা ছিল।
এই শোতে আতিফ আসলামের সঙ্গে মঞ্চে উঠার কথা ছিল ব্যান্ড নেমেসিস, আজম খান ফিডারস ও কয়েকজন জনপ্রিয় ফোক শিল্পীর। মেইন স্টেজ ইনক আয়োজক হলেও সহ-আয়োজক ছিল স্পিরিট অব জুলাই।
জাতীয় নির্বাচন সামনে হওয়ায় গত এক মাস ধরে দেশে বড় কোনো কনসার্টের অনুমতি দিচ্ছিল না স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আতিফ আসলামের এই কনসার্ট বাতিল হওয়ায় সেই নীতির আরও একটি উদাহরণ যোগ হলো। শেষ মুহূর্তে বাতিল হওয়ায় আয়োজক ও দর্শক— দুই পক্ষই চরম হতাশ।
এসএসকে/

