Logo

বিনোদন

অপূর্ব’র ঘরে এলো কন্যাসন্তান

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ১৬:১৭

অপূর্ব’র ঘরে এলো কন্যাসন্তান

আবারও বাবা হলেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। যুক্তরাষ্ট্রে একটি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তার স্ত্রী শাম্মা দেওয়ান। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই এ সুখবর শেয়ার করেন অপূর্ব।

নবজাতকের হাতের ছবি পোস্ট করে অপূর্ব লেখেন, ‘আলহামদুলিল্লাহ! আমাদের কন্যা এসেছে। আমরা অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ। স্বাগতম, প্রিয় আনায়া।’

নবজাতকের নাম রাখা হয়েছে ‘আনায়া’। পরিবার সূত্রে জানা গেছে, মা শাম্মা দেওয়ান ও ছোট্ট আনায়া দু’জনেই সুস্থ আছেন। সন্তানের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন অভিনেতা।

২০২১ সালের সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্রে বসবাসকারী শাম্মা দেওয়ানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অপূর্ব। বিয়ের চার বছর পর তাদের ঘরে প্রথম সন্তান এসেছে। এর আগে, প্রথম স্ত্রী নাজিয়া হাসান অদিতির সঙ্গে দাম্পত্যে অপূর্বের এক ছেলে রয়েছে— জায়ান ফারুক আয়াশ।

কন্যাসন্তানের আগমনে অপূর্বের সোশ্যাল মিডিয়া এখন অভিনন্দন বার্তায় ভরপুর। সহকর্মী, বন্ধু ও ভক্ত— সবাই আনন্দ ভাগ করে নিচ্ছেন পরিবারের সঙ্গে।

এসএসকে/ 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জিয়াউল ফারুক অপূর্ব

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর