Logo

বিনোদন

আরটিভি লিটল স্টার চ্যাম্পিয়ন হলেন ঢাকার শিল্পী সেহমান ইসলাম

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ১৯:৫৬

আরটিভি লিটল স্টার চ্যাম্পিয়ন হলেন ঢাকার শিল্পী সেহমান ইসলাম

‘আগামীর কণ্ঠস্বর’ শ্লোগানে বাংলাদেশের প্রতিভাবান বাংলা গানের শিশু-কিশোরদের খোঁজে আরটিভি আয়োজিত এসএমসি মনিবিস্কুট প্রেজেন্টস ‘আরটিভি লিটল স্টার’ চ্যাম্পিয়ন হয়েছে ঢাকার শিল্পী সেহমান ইসলাম। ১ম রানার-আপ হয়েছেন যৌথভাবে দীপা রায় চৈতি ও সিফাত রিজওয়ান নাফী। ২য় রানার-আপ হয়েছেন তাসবিহা আয়ান তানহা। 

তেজগাঁওয়ের বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে ধারণকৃত গ্র্যান্ড-ফিনালের জমকালো আয়োজনটি ১৩ ডিসেম্বর ২০২৫ শনিবার সন্ধ্যা ৫টা ৩৫ মিনিটে আরটিভিতে প্রচারিত হয়। 

গ্র্যান্ড ফিনালের স্বাগত বক্তব্যে আরটিভির ব্যবস্থাপনা পরিচালক জনাব হুমায়ুন কবির বলেন, ‘আরটিভি শিশু-কিশোরদের মনের আকাশ মুক্ত করে দিতে চায়, এটা সাধারণ মানুষ এবং সমাজের প্রতি আরটিভির কমিটমেন্ট। এই শিশু-কিশোররাই আগামীর বাংলাদেশ। তারাই বাংলা গানকে আরো সমৃদ্ধ এবং বেগবান করবে। এই প্রতিযোগিতায় বিজয়ী এবং অংশগ্রহণকারী সবার জন্য আরটিভির দরজা সবসময় খোলা থাকবে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি সঙ্গীত ব্যক্তিত্ব জনাব খুরশিদ আলম বলেন, ‘আজকের শিশুরাই আগামীর ভবিষ্যৎ, এতো শিশু-কিশোর গানের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে দেখে আনন্দে আমার বুক ভরে উঠছে। তাদের মা-বাবাদের প্রতি আমার বিশেষ অনুরোধ, তারা যেন গানের সঠিক শিক্ষাটা পায়। গানের চর্চাটা যথাযথ ভাবে শিখে নেয়। তাহলেই তারা বড় মাপের শিল্পী হতে পারবে।’

অনুষ্ঠানে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন বলেন, ‘এই শিশু-কিশোররাই আমাদের গ্রেট স্টার, বাংলার মৌলিকগানের ধারা তাদের হাত ধরে আরো সমৃদ্ধ হবে এটাই আমার একমাত্র চাওয়া। আজ আমি সে সম্ভাবনাও দেখতে পাচ্ছি।’

এসএমসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব তছলিম উদ্দিন খান বলেন, ‘গত ৫০ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের নারী ও শিশুস্বাস্থ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে এসএমসি। তারই ধারাবাহিকতায় আরটিভির সাথে আমরা একাধিক আয়োজনে যৌথভাবে কাজ করেছি। এসএমসি মনিবিস্কুট প্রেজেন্টস শিশু-কিশোরদের বাংলা গানের প্রতিযোগিতার এই আয়োজনটি সত্যি ব্যতিক্রম এবং অনন্য। আমি এই প্রতিযোগিতার সকল শিশু-কিশোরদের প্রতি আমার স্নেহ এবং ভালোবাসা জ্ঞাপন করছি। তাদের হাত ধরেই সমৃদ্ধশীল হয়ে উঠবে আগামীর বাংলা সংস্কৃতি এবং বাংলাদেশ।’ 

উক্ত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদানের পাশাপাশি মনোনীতদের হাতে পদক তুলে দেন প্রতিযোগিতার ৩জন বিচারক যথাক্রমে জনপ্রিয় পপ সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ, বর্তমান সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজা ও জিনিয়া জাফরিন লুইপা; ডাক্তার ইয়াসমিন এইচ আহমেদ, ডিরেক্টর, বোর্ড অব ডিরেক্টরস, এসএমসি; জনাব তপন বালা, সিএফও, এসএমসি; জনাব ফিরোজ উল আলম, ডিএমডি অপারেশন, এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড; জনাব মাসুম আহমেদ জায়গীরদার, চীফ ইঞ্জিনিয়ার, এসএমসি; জনাব আবুল বাশির খান, সিএফও, এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড; জনাব রানা কায়সার আহমেদ, জিএম, এডমিন, এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড; জনাব মনজুর হোসাইন, জিএম, সাপ্লাইচেইন, এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড; জনাব সি এন মন্ডল, জিএম, সেলস্, এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড; সঙ্গীত পরিচালক জনাব ইমন সাহা ছাড়াও উপস্থিত ছিলেন এসএমসি ও এসএমসি এন্টারপ্রাইজের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ এবং সঙ্গীত ও সংস্কৃতি অঙ্গনের একাধিক ব্যক্তিবর্গ। 

উল্লেখ্য, অলনাইন রেজিস্ট্রেসনের মাধ্যমে প্রায় ১২হাজার প্রতিযোগীর আবেদন থেকে প্রাথমিক ভাবে ৫ হাজার প্রতিযোগীকে বাছাই করেন বিচারকগণ। এই ৫ হাজার জন থেকে বিচারকগণের বিচার-বিশ্লেষণে ১৫০ কে বাচাই করা হয় স্টুডিও রাউন্ডের জন্য। আরটিভি বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে ১৫০ জন প্রতিযোগী নিয়ে শুরু হয় এসএমসি মনিবিস্কুট প্রেজেন্টস ‘আরটিভি লিটল স্টার-আগামীর কণ্ঠস্বর’ এর চূড়ান্ত বাছাই পর্ব।  

তারই ধারাবাহিকতায় পরবর্তীতে ফোক রাউন্ড, রবীন্দ্র ও নজরুল সঙ্গীত রাউন্ড, মুভি ও মডার্ন সং রাউন্ড, ব্যান্ড রাউন্ড অনুষ্ঠিত হয়। 

আরজু আহমেদ এর প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন ইমতু রাতিশ ও রুহানি সালসাবিল লাবণ্য। সার্বিক তত্তাবধানে রয়েছেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান, সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন আরটিভি অনুষ্ঠান বিভাগ। পুরো আয়োজনের টাইটেল স্পন্সর- এসএমসি মনিবিস্কুট; পাওয়ার্ড বাই- স্মাইল বেবি ডায়াপার; মেকআপ পার্টনার- পারসোনা; ড্রেস পার্টনার- আনজারা ও ফিট এ্যলিগেন্স, শৈশব ও বিশ্ব রঙ; ছেলেদের হেয়ারস্টাইল পার্টনার- আক্তার আলী হেয়ার স্টুডিও, স্টাইলিং- আসাদ খান।

অনুষ্ঠানটি  ৮ নভেম্বর থেকে প্রতি শনিবার এবং বুধবার সন্ধ্যা ৬টা ৫মিনিটে আরটিভিতে প্রচার হয়ে আসছে। একই সাথে লাইভ সম্প্রচার হয়েছে আরটিভি লাইভ আপটেড ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে। অনএয়ার শেষে আপলোড করা হয়েছে আরটিভি রিয়েলিটি শো ইউটিউব চ্যানেলে।

এসএসকে/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর