Logo

বিনোদন

অভিনেত্রীর কাছে সাতবার চড় খেলেন অক্ষয়!

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ১৬:৩৮

অভিনেত্রীর কাছে সাতবার চড় খেলেন অক্ষয়!

মুক্তির পরপরই বক্স অফিসে দাপট দেখাচ্ছে রণবীর সিং অভিনীত ছবি ‘ধুরন্ধর’। ভারত ও পাকিস্তান— দুই দেশেই সিনেমাটি ঘিরে দর্শক আলোচনা তুঙ্গে। ছবির কেন্দ্রীয় চরিত্রে রণবীর থাকলেও দর্শকের চোখ সবচেয়ে বেশি টেনেছেন অক্ষয় খান্না। ‘রহমান ডাকাত’ চরিত্রে তার অভিনয় ইতোমধ্যেই প্রশংসার ঝড় তুলেছে।

শুধু অভিনয়ই নয়, সিনেমায় অক্ষয়ের একটি বিশেষ নাচের দৃশ্যও আলাদা করে নজর কাড়ছে। এমনকি তার অভিনয়ের ভূয়সী প্রশংসা করে স্মৃতি ইরানি পর্যন্ত মন্তব্য করেছেন— এই চরিত্রের জন্য অক্ষয়ের ‘অস্কার’ পাওয়া উচিত।

তবে পর্দার এই সাফল্যের পেছনে রয়েছে একেবারে বাস্তব অভিজ্ঞতার মতো কঠিন শুটিং। ছবির একটি অত্যন্ত আবেগী দৃশ্যে সহ-অভিনেত্রী সৌম্য ট্যান্ডনের কাছ থেকে টানা সাতবার চড় খেতে হয়েছে অক্ষয় খান্নাকে।

দৃশ্যটিতে দেখানো হয়, দুই গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে তাদের বড় ছেলে মারা যায়। সেই খবর পেয়ে ঘটনাস্থলে এসে স্ত্রীর চরিত্রে অভিনয় করা সৌম্য শোক আর ক্ষোভে স্বামী অক্ষয়কেই দায়ী করেন এবং রাগের মাথায় তাকে চড় মারেন।

বাস্তবে এই দৃশ্যটি শুট করতে গিয়ে বেশ বিপাকে পড়েন সৌম্য। প্রথমদিকে ঠিকভাবে চড় মারতেই পারছিলেন না। পরে সাহস করে দৃশ্যটি করতে শুরু করলে অবাক করার মতো ঘটনা ঘটে— প্রতিবারই রিটেক চাইছিলেন অক্ষয় নিজেই!

সৌম্য জানান, পরিচালক আদিত্য ধর ও অক্ষয় দু’জনেই চাইছিলেন দৃশ্যটি যেন একেবারে জীবন্ত ও বিশ্বাসযোগ্য হয়। সেই কারণেই বারবার রিটেক নিতে হয়। শেষ পর্যন্ত সপ্তম চড়েই কাঙ্ক্ষিত শট পাওয়া যায়। তখনই থামার ইশারা দেন অক্ষয়। পর্দার পেছনের এই গল্প যেন ‘ধুরন্ধর’-এর সাফল্যের সঙ্গে আরও এক স্তর বাস্তবতা যোগ করে দিল।

এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বলিউড

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর