ছবির প্রচারে গিয়ে রীতিমতো হেনস্থার শিকার দক্ষিণী চলচ্চিত্রের অভিনেত্রী নিধি আগারওয়াল। ‘রাজা সাব’ ছবির প্রচারে গিয়ে রীতিমতো আমজনতার ভিড় ঘিরে ধরে তাকে। বুধবার (১৭ ডিসেম্বর) ছিল হায়দরাবাদে এই ছবির গান লঞ্চের অনুষ্ঠান। আর সেখানেই ঘটে যায় অভিনেত্রীর সঙ্গে এই অপ্রীতিকর ঘটনা।
নায়িকাকে দেখেই তার সঙ্গে ছবি তোলার হুড়োহুড়ি পড়ে যায়। ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও। সেখানেই দেখা যাচ্ছে যে, কেউ অভিনেত্রী গায়ের ওড়না ধরে টানছে তো কেউবা আবার তাকে ঘিরে ধরেছে।
এই পরিস্থিতিতে রীতিমতো অস্বস্তিতে পড়েন নিধি। অনুষ্ঠান শেষে ভেন্যু থেকে গাড়িতে ওঠার সময় এই ঘটনা ঘটে। তার চোখেমুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। গাড়িতে উঠে নিজের পোশাক ঠিক করতে দেখা যায় নিধিকে।
এদিন ‘রাজা সাব’ ছবির ‘সাহানা সাহানা’ গানটি মুক্তির অনুষ্ঠান ছিল। অভিনেত্রীর উপর হওয়া এই ঘটনায় রীতিমতো চটেছেন নেটিজেনরা। একজন অভিনেত্রীর এমন সুরক্ষার অভাব দেখে প্রশ্ন তুলেছে নেটপাড়া। কেউ কেউ বলেছেন, ‘পুরুষরা হায়নার মতো ব্যবহার করছে, ছি!’ কেউ আবার লিখেছেন, ‘ভগবান কেন এমন মানুষদের সরিয়ে অন্য কোন গ্রহে রাখার ব্যবস্থা করেন না?’
তেলুগু ছবির এই অভিনেত্রী বলিউডে কাজ শুরু করেছিলেন টাইগার শ্রফের বিপরীতে ‘মুন্না মাইকেল’ ছবি দিয়ে।
- হিন্দুস্থান টাইমস
এসএসকে/

