Logo

বিনোদন

নিশো থেকে শাকিব, বাংলাদেশি তারকাদের নিয়ে যা বললেন সোহিনী সরকার

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ১৬:৫০

নিশো থেকে শাকিব, বাংলাদেশি তারকাদের  নিয়ে যা বললেন সোহিনী সরকার

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার শুধু নিজের অভিনয়েই সীমাবদ্ধ নন, বরাবরই নজর রাখেন বাংলাদেশের নাটক ও সিনেমার দিকে। ‘সত্যবতী’ খ্যাত এই অভিনেত্রী সম্প্রতি এক সাক্ষাৎকারে বাংলাদেশের অভিনয়শিল্পীদের কাজ নিয়ে নিজের মুগ্ধতার কথা অকপটে জানিয়েছেন।

সাক্ষাৎকারে ছোট পর্দার জনপ্রিয় জুটি আফরান নিশো ও মেহজাবীন চৌধুরীর রসায়নের কথা বিশেষভাবে তুলে ধরেন সোহিনী। তার ভাষায়, নিশো–মেহজাবীনের অনস্ক্রিন বোঝাপড়া দেখতেই ভালো লাগে। বিশেষ করে আফরান নিশোর অভিনয় তিনি ভীষণ পছন্দ করেন বলেও জানান।

পশ্চিমবঙ্গে বাংলাদেশের কনটেন্টের জনপ্রিয়তা প্রসঙ্গে সোহিনী বলেন, এপার-ওপার বাংলার দর্শকদের কাছে বাংলাদেশের অনেক শিল্পীর কাজ ভীষণ উপভোগ্য। অনেক অভিনয় এমন, যা দর্শকরা গভীর আগ্রহ নিয়ে দেখেন এবং মনে গেঁথে রাখেন।

বাংলাদেশের অভিনয়জগতের কিংবদন্তিদের কথা বলতে গিয়ে শ্রদ্ধার সঙ্গে তিনি স্মরণ করেন হুমায়ুন ফরীদি, সুবর্ণা মুস্তাফা, মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরীর নাম। পাশাপাশি জয়া আহসান ও অপি করিমের অভিনয়ও তার পছন্দের তালিকায় রয়েছে বলে জানান।

নতুন প্রজন্মের শিল্পীদের মধ্যেও নজর আছে সোহিনীর। তাসনিয়া ফারিণ ও নুসরাত ইমরোজ তিশার অভিনয়ের প্রশংসা করেন তিনি। এমনকি ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে সিয়ামের বিপরীতে শবনম বুবলীর অভিনয় দেখেও মুগ্ধ হয়েছেন বলে উল্লেখ করেন এই অভিনেত্রী।

ঢালিউড সুপারস্টার শাকিব খান প্রসঙ্গে সোহিনীর মন্তব্য, শাকিব খান মানেই এক বিশাল তারকাখ্যাতি— এ নিয়ে নতুন করে কিছু বলার প্রয়োজন নেই। পাশাপাশি বাংলাদেশের অভিনেতা আরিফিন শুভর সঙ্গে কাজ করার অভিজ্ঞতার কথাও স্মরণ করেন তিনি।

সব মিলিয়ে সোহিনী সরকারের কথায় স্পষ্ট— বাংলাদেশের অভিনয়শিল্পীরা নিজেদের দক্ষতা দিয়েই দুই বাংলার দর্শকদের মন জয় করে চলেছেন।

এসএসকে/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর