কনসার্ট বাতিলের পর ঢাকায় গোপনে শো করছেন আতিফ আসলাম!
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ১৭:০০
পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলামের ঢাকা কনসার্ট নিরাপত্তাজনিত কারণে বাতিল হওয়ার খবর ঘিরে যে হতাশা তৈরি হয়েছিল, তার মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে ভিন্ন এক তথ্য। জানা গেছে, নির্ধারিত কনসার্ট বাতিল হলেও ঢাকায় অবস্থানকালে একাধিক প্রাইভেট শোতে গান করেছেন এই তারকা শিল্পী।
সবশেষ খবর অনুযায়ী, আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এআইইউবি) ক্যাম্পাসে একটি কনসার্টে পারফর্ম করার কথা রয়েছে আতিফ আসলামের। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, দুপুর ২টায় শুরু হতে যাওয়া এই আয়োজনে আতিফের পাশাপাশি বাংলাদেশের জনপ্রিয় শিল্পী মিনার ও প্রীতমও গান পরিবেশন করবেন।
তবে এই কনসার্টটি সর্বসাধারণের জন্য নয়। শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণের সুযোগ থাকছে। আয়োজকদের পক্ষ থেকে আতিফ আসলামের অংশগ্রহণের বিষয়টি শুরুতে গোপন রাখা হয় বলেও জানা গেছে। কনসার্টকে কেন্দ্র করে ক্যাম্পাস ও আশপাশের এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এর আগে ১৩ ডিসেম্বর ঢাকায় নির্ধারিত কনসার্ট বাতিল হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশি ভক্তদের উদ্দেশে দুঃখ প্রকাশ করেছিলেন আতিফ আসলাম। এক পোস্টে তিনি জানান, প্রয়োজনীয় অনুমতি, নিরাপত্তা ছাড়পত্র ও লজিস্টিক ব্যবস্থাপনার ঘাটতির কারণেই অনুষ্ঠানটি আয়োজন করা সম্ভব হয়নি।
এদিকে, ঢাকায় অনুষ্ঠিত এসব প্রাইভেট শোর আয়োজক কারা— সে বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি। ফলে আতিফ আসলামের বাংলাদেশ সফর ঘিরে কৌতূহল ও আলোচনা আরও জোরালো হচ্ছে।
এসএসকে/

