Logo

বিনোদন

মেহজাবীনের মামলার শুনানি পেছাল

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ১৭:১৭

মেহজাবীনের মামলার শুনানি পেছাল

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিশান চৌধুরীর বিরুদ্ধে দায়ের করা হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের মামলায় জবাব দাখিলের নির্ধারিত দিন পরিবর্তন করা হয়েছে। আদালতের আদেশে মামলার পরবর্তী শুনানির তারিখ ঠিক করা হয়েছে আগামী ১২ জানুয়ারি।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ঢাকার ৩ নম্বর নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলায় জবাব দাখিলের কথা ছিল। তবে সংশ্লিষ্ট আদালতের বিচারক বদলি হওয়ায় সেদিন কোনো শুনানি অনুষ্ঠিত হয়নি। ফলে আদালত মামলাটি মুলতবি রেখে নতুন তারিখ নির্ধারণ করেন।

আসামিপক্ষের আইনজীবী তুহিন হাওলাদার জানান, বিচারক অন্যত্র বদলি হওয়ায় নির্ধারিত দিনে আদালতের কার্যক্রম পরিচালনা করা সম্ভব হয়নি। নতুন বিচারক যোগদানের পর মামলার নথিপত্র উপস্থাপন করে শুনানি গ্রহণ করা হবে বলে জানান তিনি। আদালতের নিয়ম অনুযায়ী নির্ধারিত নতুন তারিখে সব পক্ষকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে গত ১৬ নভেম্বর সন্ধ্যায় আদালতে আত্মসমর্পণ করেন মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিশান চৌধুরী। তখন ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩–এর বিচারক আফরোজা হক তানিয়া তাদের জামিন মঞ্জুর করেন।

মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়, বাদী আমিরুল ইসলামের সঙ্গে মেহজাবীনের দীর্ঘদিনের পরিচয় ছিল। সেই সম্পর্কের সূত্রে মেহজাবীনের একটি পারিবারিক ব্যবসায় অংশীদার হতে তিনি ২৭ লাখ টাকা বিনিয়োগ করেন। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ব্যবসা কার্যক্রম শুরু না হওয়ায় টাকা ফেরত চাইলে বারবার সময়ক্ষেপণ করা হয় বলে অভিযোগ।

বাদীর ভাষ্য অনুযায়ী, চলতি বছরের ১৬ মার্চ তাকে হাতিরঝিলের একটি রেস্টুরেন্টে ডাকা হয়। সেখানে গেলে মেহজাবীন, তার ভাই ও কয়েকজন অজ্ঞাত ব্যক্তি তাকে গালাগাল করেন এবং প্রাণনাশের হুমকি দেন। পরে বিষয়টি নিয়ে থানায় গেলে পুলিশ আদালতের আশ্রয় নিতে পরামর্শ দেয়।

এ ঘটনায় ফৌজদারি কার্যবিধির ১০৭ ও ১১৭(৩) ধারায় ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করা হয়।

এসএসকে/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর