Logo

বিনোদন

হেনস্তার শিকার হলেন সামান্থা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ১৭:২২

হেনস্তার শিকার হলেন সামান্থা

হায়দরাবাদে এক অনুষ্ঠানে গিয়ে বিশৃঙ্খল পরিস্থিতির মুখে পড়লেন দক্ষিণী সিনেমার তারকা সামান্থা রুথ প্রভু। উন্মত্ত ভিড়ের চাপে কার্যত দমবন্ধ করা অবস্থায় পড়েন অভিনেত্রী। সেই ঘটনার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে তীব্র সমালোচনা— প্রশ্ন উঠেছে আয়োজকদের নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়েও।

রবিবার (২১ ডিসেম্বর) হায়দরাবাদে একটি শাড়ির শোরুম উদ্বোধনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামান্থা। কালো রঙের সঙ্গে রূপালি জরির কাজ করা শাড়িতে নজর কাড়েন তিনি। অনুষ্ঠান শেষে মঞ্চ থেকে নেমে গাড়ির দিকে যাওয়ার সময় হঠাৎ করেই তাকে ঘিরে ধরে অসংখ্য মানুষ। মুহূর্তের মধ্যে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে, নিরাপত্তারক্ষীরা ভিড় সামাল দিতে হিমশিম খেতে থাকেন।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, নিরাপত্তার বলয় ভেঙে জনতা অভিনেত্রীর খুব কাছাকাছি চলে আসে। এক পা এগোনোরও সুযোগ পাচ্ছিলেন না সামান্থা। প্রচণ্ড ভিড়ের মধ্যেও তিনি নিজেকে সংযত রাখেন। চাপা অস্বস্তির মধ্যেও মুখে হালকা হাসি ধরে রাখার চেষ্টা করেন অভিনেত্রী। দীর্ঘ সময় পর নিরাপত্তাকর্মীদের সহায়তায় শেষ পর্যন্ত নিজের গাড়িতে পৌঁছাতে সক্ষম হন তিনি।

এই ঘটনার কয়েকদিন আগেই আরেক দক্ষিণী অভিনেত্রী নিধি আগারওয়াল একটি অনুষ্ঠানে গিয়ে হেনস্তার শিকার হন। গান প্রকাশের অনুষ্ঠানে উপস্থিত হয়ে ফেরার পথে জনতার চাপে আতঙ্কিত হয়ে পড়েন তিনি, এমনকি অশালীন স্পর্শের অভিযোগও ওঠে। পরপর দুই তারকার এমন অভিজ্ঞতা নতুন করে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।

সামান্থার ঘটনায় সামাজিক মাধ্যমে ক্ষোভ উগরে দিচ্ছেন নেটিজেনরা। অনেকেই আয়োজকদের দায়িত্বজ্ঞানহীনতার সমালোচনা করছেন— আগের ঘটনার পরও কেন পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়নি, সেই প্রশ্ন তুলছেন তারা। আবার কেউ কেউ বলছেন, তারকাদের ঘিরে উন্মাদনা থাকলেও অনুরাগীদের নিজেদের আচরণে সংযমী হওয়া জরুরি। নইলে কোনো নিরাপত্তা ব্যবস্থাই যথেষ্ট হবে না।

সব মিলিয়ে, সামান্থার এই অভিজ্ঞতা ফের একবার তারকাদের নিরাপত্তা ও অনুষ্ঠানের ব্যবস্থাপনা নিয়ে বড় প্রশ্ন তুলে দিল।

এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বলিউড

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর