Logo

বিনোদন

নতুন বছরে রাহুমুক্ত বাংলাদেশ চাই : জ্যোতিকা জ্যোতি

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৬, ১৬:১৩

নতুন বছরে রাহুমুক্ত বাংলাদেশ চাই : জ্যোতিকা জ্যোতি

নতুন বছরকে সামনে রেখে দেশ ও বর্তমান সময় নিয়ে গভীর আবেগ প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি বাংলাদেশের সাম্প্রতিক বাস্তবতাকে রূপক অর্থে ‘রাহু’র সঙ্গে তুলনা করে ক্ষোভ, বেদনা ও আশার কথা তুলে ধরেন।

স্ট্যাটাসে জ্যোতিকা লেখেন, হঠাৎ করেই বাংলাদেশকে গ্রাস করেছে এক ‘রাহু’, যে শান্তির মুখোশ পরে ধর্মান্ধতা ও সাম্প্রদায়িকতাকে অস্ত্র বানিয়ে দেশের সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি ও সামাজিক সম্প্রীতিকে ধ্বংস করেছে। তার ভাষায়, এই বিষাক্ত প্রভাবের কারণে দেশ অশান্তি, অসম্মান আর মৃত্যুর ছায়ায় ঢেকে গেছে।

তিনি লেখেন, ‘হঠাৎই বাংলাদেশকে গ্রাস করলো এক রাহু! শান্তির মুখোশ পরা এই রাহুর বিষাক্ত ছোবলে তছনছ হয়ে গেল আমাদের সোনার বাংলা ! এই রাহু তার মেটিকুলাস ডিজাইনে ধর্মান্ধতা আর সাম্প্রদায়িকতাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে ধ্বংস করেছে এই দেশের সংস্কৃতি - রাজনীতি - অর্থনীতি - সম্প্রীতি। অশান্তি,অসম্মান আর মৃত্যুতে ছেয়ে গেলো দেশটা! ’ 

নিজের ব্যক্তিগত জীবনের কথাও উল্লেখ করেন অভিনেত্রী। তিনি জানান, এই বিভীষিকাময় সময় তার জীবন থেকে দুইটি গুরুত্বপূর্ণ বছর কেড়ে নিয়েছে। তবে হতাশায় থেমে থাকতে চান না— এবার তিনি নতুন করে ঘুরে দাঁড়াতে চান বলেও জানান, ‘এই বিভীষিকার বন্দীদশা আমার জীবন থেকে কেড়ে নিল ২টি বছর! এবার ঘুরে দাঁড়াতে চাই।’

বাংলাদেশের ভূগোল ও মানুষের প্রতি গভীর ভালোবাসা প্রকাশ করে জ্যোতিকা জ্যোতি লেখেন, ‘Geography is destiny’— আমাদের ভূগোলই আমাদের নিয়তি। সুজলা-সুফলা, শস্য-শ্যামলা এই দেশের মানুষ যেন শান্তিতে, স্বল্প বিলাসিতা আর সীমাহীন সরলতায় ভালো থাকতে পারে— এমন কামনাই করেছেন তিনি।

স্ট্যাটাসের শেষ অংশে নতুন বছরের প্রত্যাশা জানিয়ে অভিনেত্রী বলেছেন, ২০২৬ সালে যেন প্রিয় স্বদেশ রাহুমুক্ত হয়, মানুষের জীবনে শান্তি ফিরে আসে। সেই সঙ্গে তিনি সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানান— ‘Happy New Year 2026!’

নতুন বছরের প্রাক্কালে জ্যোতিকা জ্যোতির এই আবেগঘন ও প্রতিবাদী বার্তা ইতোমধ্যে সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।

এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

টিভি নাটক চলচ্চিত্র

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর