নতুন ছবি মুক্তির তারিখ জানিয়ে নতুন বছর শুরু করলেন জয়া আহসান
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৬, ১৬:৪৩
নতুন বছরের শুরুতেই ভক্তদের জন্য বিশেষ সুখবর দিলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের নতুন সিনেমার অফিসিয়াল পোস্টার প্রকাশ করে মুক্তির তারিখ ঘোষণা করেছেন তিনি।
জয়ার শেয়ার করা পোস্টারটি তার আসন্ন সিনেমা ‘ওসিডি (OCD)’–এর। পোস্টে তিনি লেখেন, ‘মনের কোণের সব দীনতা মলিনতা ধুইয়ে দাও।’ পাশাপাশি জানিয়ে দেন, পরিচালক সৌকর্য ঘোষালের এই সিনেমাটি আগামী ৬ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
পোস্টারে দেখা যায়, এক গম্ভীর ও ভাবনামগ্ন আবহে জয়া আহসানকে, যা সিনেমাটির মানসিক দ্বন্দ্ব ও গভীরতার ইঙ্গিত দেয়। এটি মূলত সাইকোলজিক্যাল ড্রামা। সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জয়া। তার চরিত্রের নাম শ্বেতা। এ গল্পের শ্বেতা ‘ওসিডি’ নামক মানসিক ব্যাধিতে ভুগছেন কি না, সেই দ্বন্দ্বের মধ্য দিয়েই এগিয়ে যাবে তার চরিত্র।
পোস্টার প্রকাশের পরপরই ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। কমেন্টে শুভেচ্ছা ও অভিনন্দনে ভরে উঠেছে জয়ার পোস্ট।
‘ওসিডি’তে আরও অভিনয় করেছেন কৌশিক সেন, ফজলুর রহমান বাবু, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, শ্রেয়া ভট্টাচার্য প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছেন পূজা চট্টোপাধ্যায়। সংগীত পরিচালনায় ছিলেন মেঘ বন্দ্যোপাধ্যায়।
‘ওসিডি’ সিনেমাটি প্রযোজনা করেছে ইন্ডিজেনাস ফিল্মস, পরিবেশনায় রয়েছে SSR Cinemas Pvt. Ltd.। মানসিক জটিলতা ও মানবমনের গভীর অনুভূতিকে কেন্দ্র করে নির্মিত এই ছবিতে জয়ার অভিনয় নিয়ে ইতোমধ্যেই প্রত্যাশা তৈরি হয়েছে।
নতুন বছরের শুরুতেই নতুন ছবির মুক্তির ঘোষণা দিয়ে আবারও আলোচনায় এলেন জয়া আহসান— যিনি নিয়মিতভাবেই দুই বাংলার দর্শকদের জন্য ভিন্নধর্মী ও মানসম্মত কাজ উপহার দিয়ে চলেছেন।
এসএসকে/

