বছরের শুরুতেই কন্যাসন্তানের মা হওয়ার খবর দিলেন সালহা খানম নাদিয়া
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৬, ২১:৫২
নতুন বছরের প্রথম দিনেই জীবনের সবচেয়ে আনন্দের খবরটি ভাগ করে নিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সালহা খানম নাদিয়া। মা হয়েছেন তিনি—স্বামী সালমান আরাফাতের সঙ্গে তাদের সংসারে এসেছে একটি কন্যাসন্তান। সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টের মাধ্যমে নাদিয়া এই সুখবর জানান। সন্ধ্যায় বেবি বাম্প ফটোশুটের একটি ছবি শেয়ার করে প্রথম সন্তানের আগমনের কথা প্রকাশ করেন তিনি। যদিও পোস্টে সন্তানের জন্মের নির্দিষ্ট তারিখ উল্লেখ করেননি।
ক্যাপশনে নাদিয়া লেখেন, ‘আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ রহমতে আমাদের হৃদয় আজ পরিপূর্ণ। আমাদের ঘরে এসেছে একটি কন্যাসন্তান। আল্লাহ তাআলা যেন তাকে হেফাজত করেন, সঠিক পথে পরিচালিত করেন এবং তার জীবন ভালোবাসা ও অফুরন্ত সুখে ভরে দেন।’
কন্যাসন্তানের নামও জানিয়েছেন অভিনেত্রী। তিনি জানান, তাদের মেয়ের নাম রাখা হয়েছে মেহরোজ নূর সানাহ। সন্তানকে নিয়ে সবার দোয়া ও ভালোবাসা কামনা করেছেন নাদিয়া।
২০২৪ সালের ২১ জুন সালমান আরাফাতের সঙ্গে বিয়ের খবর প্রকাশ্যে আনেন সালহা খানম নাদিয়া। সালমান আরাফাত নিজেও বিনোদন অঙ্গনের সঙ্গে যুক্ত; তিনি নাটক ও বিজ্ঞাপনচিত্রে নিয়মিত কাজ করছেন।
দেড় দশকেরও বেশি সময় ধরে অভিনয় জগতে সক্রিয় নাদিয়া। নাটক, বিজ্ঞাপনচিত্র, শর্টফিল্ম ও মিউজিক ভিডিওর পাশাপাশি চলচ্চিত্রেও কাজ করেছেন তিনি। ‘ড্রেসিং টেবিল’, ‘আইসক্রিম’ ও ‘রেডরাম’— এই তিনটি সিনেমায় তার অভিনয় দর্শকের নজর কাড়ে। পাশাপাশি কলকাতার চলচ্চিত্র ‘সুনেত্রা সুন্দরম’-এও দেখা গেছে তাকে।
নতুন বছরের শুরুতে নতুন জীবনের আগমনে নাদিয়া-সালমান দম্পতির ঘরে এখন শুধুই আনন্দ আর শুভকামনার আবহ।
এসএসকে/

