Logo

বিনোদন

শাকিব খানের নতুন ছবিতে থাকতে পারেন পাকিস্তানি নায়িকা হানিয়া আমির!

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৬, ১৫:৫৯

শাকিব খানের নতুন ছবিতে থাকতে পারেন পাকিস্তানি নায়িকা হানিয়া আমির!

বাংলা সিনেমার সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় বাণিজ্যিক সাফল্যের নাম ‘প্রিয়তমা’। ২০২৩ সালের ঈদুল আজহায় মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত এই ছবিটি লগ্নির তুলনায় প্রায় চারগুণ বেশি আয় করে রীতিমতো ইতিহাস গড়ে। আরশাদ আদনানের প্রযোজনায় ও হিমেল আশরাফের পরিচালনায় নির্মিত এই সিনেমা শুধু শাকিব খানের ক্যারিয়ারেই নয়, বরং সামগ্রিকভাবে বাংলা সিনেমার ব্যবসায়িক গতিপথ বদলে দেয় এবং আন্তর্জাতিক বাজারে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেয়।

‘প্রিয়তমা’র পর শাকিব খানকে মূলত অ্যাকশননির্ভর ছবিতেই দেখা গেছে। ‘তুফান’, ‘বরবাদ’, ‘তাণ্ডব’র মতো টানটান অ্যাকশন ঘরানার সিনেমায় তার উপস্থিতি দর্শকদের নজর কাড়ে। আসন্ন ছবি ‘প্রিন্স’ও সেই ধারাবাহিকতায় একটি অ্যাকশনধর্মী প্রজেক্ট। তবে এর মধ্যেই মিলেছে ভিন্নধর্মী এক সুখবর— আবারও রোমান্টিক গল্পে ফিরছেন শাকিব খান, আর সেই ছবিতে তার বিপরীতে দেখা যেতে পারে একজন পাকিস্তানি নায়িকাকে।

শাকিব খানের ঘনিষ্ঠ একটি সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, চলতি বছরেই একটি রোমান্টিক ছবিতে কাজ করবেন এই সুপারস্টার, যেখানে পাকিস্তানের জনপ্রিয় কোনো অভিনেত্রীকে নেওয়ার পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে কয়েকজন নায়িকার সঙ্গে যোগাযোগও করা হয়েছে এবং ছবিটি এ বছরই মুক্তির লক্ষ্য নিয়ে এগোচ্ছে।

সূত্রের দাবি, পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরের সঙ্গে শাকিব খানের সিনেমা নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছিল গত বছরের আগস্ট মাসেই। বাংলাদেশে হানিয়ার আসার আগেই দুই পক্ষের মধ্যে কথাবার্তা এগোয় এবং শাকিবের সঙ্গে কাজ করতে হানিয়ার টিম আগ্রহও প্রকাশ করে। যদিও এখনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি, তবু শাকিব-হানিয়া জুটির সিনেমা অনেকটাই প্রাথমিকভাবে চূড়ান্ত ছিল বলে জানা গেছে।

এদিকে হানিয়া আমির শিগগিরই ব্যক্তিগত জীবনের একটি বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। কয়েক মাসের মধ্যেই দীর্ঘদিনের প্রেমিককে বিয়ে করার প্রস্তুতি চলছে তার। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে সময়সূচি মিললে শাকিব খানের সঙ্গে তাকে দেখা যেতে পারে— এমন আলোচনাই আপাতত চলমান।

সূত্র জানায়, হানিয়া আমির হোন বা পাকিস্তানের অন্য কোনো পরিচিত মুখ— শাকিব খানের বিপরীতে একজন পাকিস্তানি নায়িকা থাকবেন, এটি প্রায় নিশ্চিত। চূড়ান্ত ঘোষণা আসতে অবশ্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

অন্যদিকে শিগগিরই শুরু হতে যাচ্ছে শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিন্স’-এর শুটিং। এই ছবিতে তার সঙ্গে রয়েছেন জ্যোতির্ময়ী কুণ্ডু, তাসনিয়া ফারিণ, সাবিলা নূরসহ আরও অনেকে। পাশাপাশি মুক্তির অপেক্ষায় রয়েছে তার আরেকটি সিনেমা ‘সোলজার’।

এসএসকে/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর