ছোটপর্দার জনপ্রিয় ও বহুল আলোচিত তারকা দম্পতি তৌকির আহমেদ ও বিপাশা হায়াত নব্বই দশকের টিভি দর্শকদের কাছে আজও স্মরণীয় এক নাম। পর্দায় যেমন দর্শকপ্রিয় ছিলেন, বাস্তব জীবনেও এই জুটিকে ঘিরে অনুরাগীদের আগ্রহ কখনোই কমেনি। অভিনয় ও নির্মাণে বর্তমানে নিয়মিত না থাকলেও তাদের ব্যক্তিগত জীবন ঘিরে কৌতূহল এখনো সমান তুঙ্গে।
১৯৯৯ সালের ২৩ জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হন তৌকির ও বিপাশা। সেই বিয়ের দিনের এক মজার ও ব্যতিক্রমী অভিজ্ঞতার কথা সম্প্রতি শেয়ার করেছেন তৌকির আহমেদ। মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ‘স্টার নাইট’-এ অতিথি হয়ে তিনি ফিরেছেন দুই দশকের বেশি আগের সেই স্মৃতিতে।
তৌকির জানান, বিয়ের দিন আমন্ত্রিত অতিথির সংখ্যা ছিল নির্দিষ্ট, কিন্তু বাস্তবে উপস্থিত মানুষের ঢল নামায় পরিস্থিতি একেবারে সামলানোর বাইরে চলে যায়। তিনি বলেন, ‘এক পর্যায়ে আমাদের বিয়ের আসর থেকেই পালিয়ে যেতে হয়েছিল। এত মানুষ এসেছিলেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না। সবাই খুব ভদ্রভাবেই উপস্থিত ছিলেন, কিন্তু ভিড় সামলানো অসম্ভব হয়ে পড়ে। তখন সিদ্ধান্ত নেওয়া হয় বর-কনেকে দ্রুত অনুষ্ঠানস্থল থেকে সরিয়ে নেওয়া হবে।’
তৌকির-বিপাশার বিয়ের অনুষ্ঠান হয়েছিল ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জ মিলনায়তনে। দুই পরিবার মিলিয়ে প্রায় চার হাজার অতিথিকে আমন্ত্রণ জানানো হলেও অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন ছয় থেকে সাত হাজার মানুষ। অতিরিক্ত ভিড়ের কারণে শেষ পর্যন্ত পিছনের দরজা দিয়ে বর-কনেকে বের করে তাদের বাসায় পৌঁছে দেওয়া হয়।
এই প্রসঙ্গে তৌকির আরও বলেন, ‘অনেকে আসলে খেতে আসেননি, শুধু ভালোবাসা থেকে এক নজর দেখতেই এসেছিলেন। আফজাল হোসেন ভাইসহ অনেকেই পরে বনানীর একটি রেস্টুরেন্টে গিয়ে খাবার খেয়েছেন। এসব ঘটনা এখন ভাবলে খুব আনন্দ লাগে।’
দীর্ঘদিন ধরে শোবিজে অনিয়মিত এই তারকা দম্পতি বর্তমানে সন্তানদের নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। তৌকির আহমেদের পরিচালনায় সর্বশেষ ২০২১ সালে মুক্তি পেয়েছিল চলচ্চিত্র ‘স্ফুলিঙ্গ’। অন্যদিকে বিপাশা হায়াত বর্তমানে আন্তর্জাতিক শিল্পকর্মভিত্তিক সংগঠন ‘দ্য আর্ট ডোম’-এর সঙ্গে যুক্ত থেকে সৃজনশীল কাজে নিজেকে ব্যস্ত রেখেছেন। বছর পেরোলেও তৌকির-বিপাশার প্রেম, স্মৃতি আর গল্প আজও ভক্তদের কাছে সমানভাবে আবেগের।
এসএসকে/

