Logo

বিনোদন

এই জীবনটা আর আমার জন্য ছিল না : অভিনয় ছাড়া প্রসঙ্গে প্রসূন আজাদ

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৬, ২১:৫১

এই জীবনটা আর আমার জন্য ছিল না : অভিনয় ছাড়া প্রসঙ্গে প্রসূন আজাদ

২০১২ সালে লাক্স–চ্যানেল আই সুপারস্টারের প্রথম রানারআপ হয়ে শোবিজে আলোচনায় আসেন অভিনেত্রী প্রসূন আজাদ। এরপর নাটক ও কয়েকটি চলচ্চিত্রে নিয়মিত কাজ করলেও হঠাৎ করেই অভিনয় থেকে নিজেকে গুটিয়ে নেন তিনি। এতদিন দর্শকের কৌতূহল ছিল— কেন এই দূরে সরে যাওয়া? অবশেষে সেই প্রশ্নের জবাব দিলেন নিজেই।

সম্প্রতি ইনস্টাগ্রামে এক ভক্তের প্রশ্নের উত্তরে অভিনয় ছাড়ার পেছনের বাস্তব কারণগুলো তুলে ধরেন প্রসূন আজাদ। ভক্তের প্রশ্নের স্ক্রিনশট শেয়ার করে তিনি লেখেন, অভিনয় একটি অত্যন্ত ব্যয়বহুল পেশা। বিনিয়োগের তুলনায় লাভ খুব কম, আর আয়ও এককালীন। অথচ একজন শিল্পীর কাজই তার ইন্টেলেকচুয়াল প্রপার্টি হয়ে থাকে।

তিনি জানান, ক্যারিয়ারের শুরুতে নিজের উপস্থিতি ধরে রাখতে নিয়মিত পার্লার, পোশাক, জিম ও জীবনযাপনের পেছনে বিপুল খরচ করতে হতো। শুধু পার্লার আর কাপড় পরিচর্যায় মাসে হাজার হাজার টাকা ব্যয় হতো। সব মিলিয়ে জীবনযাত্রার চাপ ছিল অনেক।

এই ব্যয়বহুল ও অস্বাভাবিক জীবন ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে চাওয়াটাই তাকে অভিনয় থেকে দূরে সরিয়ে নেয় বলে জানান তিনি। পাশাপাশি মধ্যবিত্ত পরিবারের একজন গৃহবধূ হওয়ার প্রস্তুতি, সংসারী জীবনের ভাবনাও তাকে ভাবিয়েছিল।

প্রসূন লেখেন, দীর্ঘদিন অস্বাভাবিক জীবনযাপন করতে গিয়ে নিজের ভেতরের শক্তি হারিয়ে ফেলছিলেন। সুপারস্টারের জীবন ধরে রেখে একই সঙ্গে সাধারণ একজন মানুষের স্ত্রী হওয়ার প্রস্তুতি নেওয়াটা তার কাছে কঠিন মনে হচ্ছিল। গৃহিণী হওয়ার ইচ্ছাও ছিল, যা বাইরে কঠিন পরিশ্রমের কাজের সঙ্গে সম্ভব হচ্ছিল না।

অভিনয় ছাড়ার আরেকটি কারণ হিসেবে নিজের শারীরিক পরিবর্তনের কথাও উল্লেখ করেন তিনি। ওজন বেড়ে যাওয়ায় আত্মবিশ্বাসে ঘাটতি তৈরি হয়, মানুষের দৃষ্টি এড়িয়ে চলতে ইচ্ছা করত। সব মিলিয়ে মনে হয়েছে, তখন অভিনয়ের সময় নয়।

বর্তমানে প্রসূন আজাদ সংসার ও ব্যবসায় সময় দিচ্ছেন। দুই সন্তানের মা হিসেবে পারিবারিক জীবনেই তিনি এখন স্বাচ্ছন্দ্য খুঁজে পেয়েছেন। উল্লেখ্য, নাটকের পাশাপাশি ‘সর্বনাশা ইয়াবা’, ‘অচেনা হৃদয়’, ‘পদ্মপুরাণ’সহ একাধিক চলচ্চিত্রে অভিনয় করেছিলেন এই অভিনেত্রী।

এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

প্রসূন আজাদ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর