দীর্ঘ বিরতির পর আবারও একসঙ্গে কাজ করতে যাচ্ছেন ছোট পর্দার জনপ্রিয় জুটি শাহরিয়ার নাজিম জয় ও কুসুম সিকদার। একসময় যাদের পর্দার রসায়ন দর্শকদের দারুণভাবে মুগ্ধ করেছিল, প্রায় দেড় দশক পর সেই পরিচিত জুটিকে ফের দেখা যাবে একসঙ্গে— তাও টেলিভিশন নাটকে নয়, ওটিটি প্ল্যাটফর্মের একটি ওয়েব সিরিজে।
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নির্মিত তিন পর্বের ওয়েব সিরিজ ‘পাপকাহিনি ২’-এ জুটি বাঁধছেন জয় ও কুসুম। সিরিজটি নির্মিত হচ্ছে আইস্ক্রিন প্ল্যাটফর্মের জন্য। শুধু অভিনয় নয়, এই সিরিজের পরিচালনার দায়িত্বও পালন করছেন শাহরিয়ার নাজিম জয় নিজেই।
‘পাপকাহিনি ২’-এর গল্প আবর্তিত হয়েছে বহুল প্রচলিত প্রবাদ— “লোভে পাপ, আর পাপে মৃত্যু” এই ভাবনাকে কেন্দ্র করে। নির্মাতা ও অভিনেতা হিসেবে কাজটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে জয় বলেন, এমন গল্পে অভিনয় করা তার জন্য দারুণ আনন্দের, আর দীর্ঘদিন পর কুসুমের সঙ্গে কাজ করা নিঃসন্দেহে বিশেষ অনুভূতির।
জয় ও কুসুমের শোবিজ যাত্রা শুরু হয়েছিল প্রায় একই সময়ে। ২০০২ সালে লাক্স–আনন্দধারা ফটোজেনিক চ্যাম্পিয়ন হওয়ার পর কুসুম সিকদারের প্রথম নাটক ‘বিয়ের আংটি’-তেই তার সহশিল্পী ছিলেন জয়। এরপর তারা একসঙ্গে কাজ করেছেন একাধিক জনপ্রিয় নাটকে। তবে সময়ের ব্যবধানে দুজনের পথ আলাদা হয়ে যায়। কুসুম একসময় নাটক থেকে দূরে ছিলেন, আর জয় অভিনয় থেকে বিরতি নিয়ে উপস্থাপনায় ব্যস্ত হয়ে পড়েন।
এই পুনর্মিলন নিয়ে কুসুম সিকদার বলেন, পুরোনো সহশিল্পীদের সঙ্গে কাজ করার আনন্দ আলাদা। তার ভাষায়, জয় ও তিনি একই সময়ে বেড়ে উঠেছেন বলে বোঝাপড়াটা সহজ ও স্বাভাবিক। শুরু থেকেই সিরিজটির পরিকল্পনার সঙ্গে যুক্ত থাকায় তিনি আশাবাদী, ভালো কিছুই আসতে যাচ্ছে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ওটিটি প্ল্যাটফর্মে একের পর এক আলোচিত কাজের মাধ্যমে নতুন করে দর্শকের নজরে এসেছেন শাহরিয়ার নাজিম জয়। চরকি, আইস্ক্রিন ও হইচইয়ের ‘৭ নম্বর ফ্লোর’, ‘গুটি’, ‘পাপকাহিনি’, ‘৮৪০’, ‘জিম্মি’ ও ‘আম্মাজান’-এর মতো কাজ তাকে নতুনভাবে প্রতিষ্ঠিত করেছে।
চলতি মাসের শেষ সপ্তাহে ‘পাপকাহিনি ২’-এর শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। সিরিজটিতে জয় ও কুসুমের পাশাপাশি অভিনয় করবেন রুনা খান ও আশনা হাবিব ভাবনাও।
এসএসকে/

