Logo

বিনোদন

শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-২০২৬

কক্সবাজার সমুদ্র সৈকতে সিনেমার আলো

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৬, ২১:৫৭

কক্সবাজার সমুদ্র সৈকতে সিনেমার আলো

‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ১০ থেকে ১৮ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে চতুর্বিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৬। নয় দিনব্যাপী এই আয়োজনে বাংলাদেশসহ বিশ্বের ৯১টি দেশের মোট ২৪৫টি পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে।

৮ জানুয়ারি দুপুরে রাজধানীর ঢাকা ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উৎসবের বিস্তারিত তুলে ধরেন উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল। তিনি জানান, এ বছর প্রথমবারের মতো কানের আদলে কক্সবাজারের সমুদ্র সৈকতে ওপেন এয়ার স্ক্রিনিংয়ের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ টুরিজম বোর্ডের সহযোগিতায় ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত লাবণী বিচ পয়েন্টে উৎসবের চলচ্চিত্রগুলো প্রদর্শিত হবে, যা সকল দর্শকের জন্য উন্মুক্ত থাকবে।

তিনি আরও জানান, আগামী ১০ জানুয়ারি বিকাল চারটায় বাংলাদেশ জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিশেষ অতিথি হিসেবে থাকবেন যুক্তরাজ্য প্রবাসী ক্রোয়েশিয়ান চলচ্চিত্র নির্মাতা আলেকজান্দ্রা মারকোভিচ এবং ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শিওপেং। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান ও উৎসব কমিটির নির্বাহী সদস্য জালাল আহমেদ।

উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হবে চীনা পরিচালক চেন শিয়াং নির্মিত ‘উ জিন ঝি লু’ (দি জার্নি টু নো এন্ড)। উদ্বোধনী আয়োজন শুরু হবে ‘থিয়েটিক্যাল কোম্পানি ও জল তরঙ্গ’ গোষ্ঠীর বিশেষ সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে।

উৎসব চলাকালে চলচ্চিত্র প্রদর্শিত হবে বাংলাদেশ জাতীয় জাদুঘরের মূল মিলনায়তন ও কবি সুফিয়া কামাল মিলনায়তন, শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা ও নাট্যশালার মূল মিলনায়তন, অলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তন এবং স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের মিলনায়তনে। সব প্রদর্শনী দর্শকদের জন্য বিনামূল্যে উন্মুক্ত থাকবে। তবে আসন সংখ্যা সীমিত হওয়ায় ‘আগে এলে আগে দেখবেন’ ভিত্তিতে আসন বণ্টন করা হবে।

১৮ জানুয়ারি উৎসবের পর্দা নামবে। সমাপনী দিনে বিকাল চারটায় বাংলাদেশ জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে অনুষ্ঠিত হবে সমাপনী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জালাল আহমেদ। সমাপনী আয়োজনে পরিবেশিত হবে এবারের উৎসবে সেরা পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র, পাশাপাশি সংগীত পরিবেশন করবেন আহমেদ হাসান সানি।

চলচ্চিত্রপ্রেমীদের জন্য রাজধানী ঢাকা থেকে শুরু করে সমুদ্রতীর— সব মিলিয়ে এবারের ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব হতে যাচ্ছে এক ব্যতিক্রমী ও বহুমাত্রিক আয়োজন।

এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

চলচ্চিত্র

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর