‘ও রোমিও’তে ভয়ংকর শাহিদ কাপুর, প্রকাশ্যে এলো প্রথম লুক
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৬, ১৬:৫৯
অ্যাকশন হিরো হিসেবে বলিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করা শাহিদ কাপুর এবার আসছেন একেবারে ভিন্ন ও আরও ভয়ংকর রূপে। তার আসন্ন সিনেমা ‘ও রোমিও’-এর প্রথম লুক প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। প্রেমের গল্পে অভ্যস্ত শাহিদকে এখানে দেখা যাচ্ছে ধ্বংস আর উন্মাদনার প্রতীক হিসেবে।
শুক্রবার (৯ জানুয়ারি) নিজের সোশ্যাল মিডিয়ায় ছবিটির প্রথম লুক শেয়ার করেন শাহিদ কাপুর। পোস্টের ক্যাপশনে তিনি শেক্সপিয়ারের বিখ্যাত উক্তি তুলে ধরেন— ‘ও রোমিও, ও রোমিও, কোথায় তুমি, ও রোমিও!’—এর সঙ্গে যোগ করেন, ‘ও রোমিও’র জগতের এক ঝলক দেখুন।’
প্রকাশিত পোস্টারে শাহিদকে দেখা যায় রক্তে ভেজা এক ভয়ংকর অবতারে। মুখ ও শরীরে স্পষ্ট কাটা-ছেঁড়ার দাগ, গলায় ও হাতে রক্তাক্ত চিহ্ন, শরীরজুড়ে ছড়িয়ে থাকা রক্তের হাতের ছাপ— সব মিলিয়ে তার চেহারায় ফুটে উঠেছে ভয়ংকর উন্মাদনা। চোখে-মুখে একসঙ্গে ধরা পড়েছে রাগ, পাগলামি ও বিজয়ের উল্লাস। আধা খোলা কালো শার্ট, আংটি, ব্রেসলেট ও চেইন পরা শাহিদের লুক ছবিটির অন্ধকার ও তীব্র আবেগঘন কাহিনির ইঙ্গিত দেয়।
যদিও ছবিটি শেক্সপিয়ারের ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’ থেকে অনুপ্রাণিত, তবে এটি আধুনিক সময়ের প্রেক্ষাপটে নির্মিত একটি হিংস্র ও অস্থির প্রেমের গল্প। এখানে ভালোবাসার পাশাপাশি থাকবে আসক্তি, রাগ, বিশ্বাসঘাতকতা ও ধ্বংসের টানাপোড়েন। ছবিতে শাহিদের বিপরীতে অভিনয় করছেন তৃপ্তি দিমরি।
নাম যতটা কাব্যিক, ‘ও রোমিও’-এর প্রথম ঝলক ততটাই ভয়ংকর ও বেপরোয়া। বিশাল ভারদ্বাজ পরিচালিত এই সিনেমাটি মুক্তি পাবে ভালোবাসা দিবসের আগের দিন, ১৩ ফেব্রুয়ারি। দর্শকরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন শাহিদের এই নতুন রূপকে বড় পর্দায় দেখার জন্য।
এসএসকে/

