বগুড়া চলচ্চিত্র উৎসবে বেস্ট কারেজ অ্যাওয়ার্ড পেল ‘টোপ’
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ২০:৩০
পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা নামলো ৬ষ্ঠ বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। বগুড়ার মধুবন সিনেপ্লেক্সে ৮ থেকে ১০ জানুয়ারি তিন দিনব্যাপী আয়োজিত এই উৎসবে বিশ্বের ৩২টি দেশের মোট ৭৪টি চলচ্চিত্র প্রদর্শিত হয়।
এবারের উৎসবে বেস্ট কারেজ অ্যাওয়ার্ড অর্জন করেছে নির্মাতা মো. ইমন পিটির চলচ্চিত্র ‘টোপ’। সাহসী গল্প, সামাজিক বাস্তবতা ও নির্মাণধর্মী ঝুঁকি নেওয়ার জন্য চলচ্চিত্রটিকে এই স্বীকৃতি দেওয়া হয়।
উৎসবে চলচ্চিত্রটির নির্মাতা মো. ইমন পিটির সঙ্গে উপস্থিত ছিলেন চলচ্চিত্রটির প্রধান চরিত্র তমাল চরিত্রে অভিনয় করা তামিম হাসান, তার প্রেমিকার ভূমিকায় নুসরাত জাহান নিসা এবং বন্ধুর চরিত্রে আহনাফ আবিদ দোহা। উৎসবে অংশগ্রহণ ও পুরস্কার প্রাপ্তিতে তারা নিজেদের আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন।
এ ছাড়াও উৎসবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা খন্দকার সুমন, আনন্দ কুটুম, গোলাম রাব্বানীসহ দেশ-বিদেশের একাধিক চলচ্চিত্র নির্মাতা ও অতিথিরা। আন্তর্জাতিক চলচ্চিত্র নির্মাতাদের উপস্থিতিতে উৎসবটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
‘টোপ’ চলচ্চিত্রের গল্প আবর্তিত হয়েছে বস্তিতে বেড়ে ওঠা এক তরুণকে কেন্দ্র করে। ক্ষমতার লোভ তাকে রাজনীতির অন্ধকার জগতে পা রাখতে বাধ্য করে। একটি ভুল সিদ্ধান্ত ধীরে ধীরে তার জীবনকে ভয়াবহ পরিণতির দিকে ঠেলে দেয়— এই ধারাবাহিক ঘটনাপ্রবাহ নিয়েই এগিয়ে চলে চলচ্চিত্রটির গল্প।
স্বল্প বাজেট ও সীমিত সুযোগ-সুবিধার মধ্যেই নির্মিত এই চলচ্চিত্রটির নির্মাণ প্রক্রিয়ায় শুরু থেকেই নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় পুরো টিমকে। তবে দৃঢ় মানসিকতা, পারস্পরিক সহযোগিতা এবং গল্পের প্রতি বিশ্বাসই চলচ্চিত্রটিকে এই স্বীকৃতির জায়গায় পৌঁছে দেয় বলে জানান সংশ্লিষ্টরা।
আয়োজকদের মতে, ৬ষ্ঠ বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘টোপ’– এর বেস্ট কারেজ অ্যাওয়ার্ড প্রাপ্তি নির্মাতা ও টিমের সাহসিকতা ও পরিশ্রমের যথার্থ স্বীকৃতি। একই সঙ্গে এই অর্জন নতুন প্রজন্মের চলচ্চিত্র নির্মাতাদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
এসএসকে/

