ফুটবল তারকা আশরাফ হাকিমির সঙ্গে প্রেম করছেন নোরা ফাতেহি!
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ১৭:১৫
বলিউডে নতুন প্রেমের গুঞ্জন মানেই তা মুহূর্তে ভাইরাল। এবার সেই তালিকায় নাম উঠেছে নোরা ফাতেহির। শোনা যাচ্ছে, মরক্কোর জনপ্রিয় ফুটবলার আশরাফ হাকিমির সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়েছেন এই নৃত্যশিল্পী–অভিনেত্রী।
কয়েক দিন আগে নোরা মরক্কো সফরে গিয়েছিলেন। সেখানে আফ্রিকান কাপ অফ নেশনসের একটি ম্যাচ দেখতে স্টেডিয়ামে হাজির হন তিনি। ওই ম্যাচে আশরাফ খেলছিলেন। মাঠে বসে নোরার উচ্ছ্বাস আর আশরাফকে উৎসাহ দেওয়ার মুহূর্তের একাধিক ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। আর সেখান থেকেই গুঞ্জন আরও জোরালো হয়।
নেটিজেনদের অনেকেই মনে করছেন, নিছক খেলা দেখতে যাওয়া নয়— আশরাফের টানেই নোরা মরক্কো গিয়েছিলেন। বলিপাড়ার একটি ঘনিষ্ঠ সূত্রও ইঙ্গিত দিয়েছে, আগে থেকেই এক ফুটবলারের সঙ্গে নোরার সম্পর্কের কথা শোনা যাচ্ছিল, আর এখন সেই নাম হিসেবে আশরাফ হাকিমিকেই ধরা হচ্ছে। যদিও নোরা বা আশরাফ— কেউই বিষয়টি নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি।
ফুটবল বিশ্বে আশরাফ হাকিমি বর্তমানে বড় তারকাদের একজন। অন্যদিকে নোরা ফাতেহিও আন্তর্জাতিক অঙ্গনে নিজের জায়গা শক্ত করছেন। একাধিক মিউজিক ভিডিওর পাশাপাশি তিনি সম্প্রতি আমেরিকার জনপ্রিয় অনুষ্ঠান ‘দ্য জিমি ফ্যালন শো’তে কাজ শুরু করেছেন। এমনকি বিশ্বখ্যাত ডিজে ডেভিড গেটার সঙ্গেও তার একটি প্রজেক্ট প্রকাশ পেয়েছে।
সব মিলিয়ে, নোরার জীবনে নতুন প্রেম এসেছে কি না— তা এখনো নিশ্চিত নয়। তবে মরক্কো সফর আর আশরাফকে ঘিরে তার উপস্থিতি, বলিপাড়ায় নতুন রোমান্সের গল্প উসকে দিয়েছে।
এসএসকে/

