বিদ্যুত জামওয়ালকে রোজলিনের কটাক্ষ
‘উলঙ্গ হয়ে চাঁদে চলে গেলেই পারতেন!’
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ১৭:৩০
উলঙ্গ হয়ে গাছে লাফানো ও বরফজলে ডুবে থাকার একটি ভিডিও শেয়ার করে আবারও আলোচনায় এসেছেন অভিনেতা বিদ্যুৎ জামওয়াল। তিনি দাবি করেছেন, নিজের আত্মাকে খুঁজে পেতেই প্রকৃতির মাঝে এমনভাবে নিজেকে মেলে ধরেছেন। তবে তার এই আচরণ নিয়ে তীব্র আপত্তি তুলেছেন অভিনেত্রী রোজলিন খান।
ভিডিওতে বিদ্যুৎকে সম্পূর্ণ নগ্ন অবস্থায় কখনও গাছে চড়তে, কখনও আবার বরফে ঢাকা জলে ডুবে থাকতে দেখা যায়। এই দৃশ্য দেখে রোজলিন সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্রূপ করে বলেন, ‘নগ্ন হওয়াকে সাহস বলা যায় না। এটা সাহস নয়, নিছকই নগ্নতা। কেউ টাকার জন্য করে, আর কেউ রোমাঞ্চের জন্য— তাতে কিছু বদলায় না।’ এমনকি কটাক্ষ করে তিনি বলেন, ‘এভাবে উলঙ্গ হয়ে লাফানোর জন্য তো আপনাকে ভারতরত্নও দিয়ে দেওয়া উচিত!’
রোজলিন এখানেই থামেননি। তিনি আরও বলেন, ‘যদি এতটাই ভয়হীন হতে চান, তবে চাঁদে নগ্ন হয়ে যান না কেন? এই সব করে প্রমাণ করতে চাইছেন যে আপনি কিছুই ভয় পান না। কিন্তু সত্যি বলতে, বলিউডে নগ্নতা আর বিতর্ক ছাড়া আর কিছু অবশিষ্ট নেই কি?’
অন্যদিকে বিদ্যুৎ তার ব্যাখ্যায় জানিয়েছেন, প্রতি বছর শহরের কোলাহল ছেড়ে কিছুদিন তিনি প্রকৃতির কাছে ফিরে যান। কালারিপায়াত্তুর একজন শিক্ষার্থী হিসেবে তিনি এই সময়টাকে ‘সহজা’ অনুশীলনের অংশ বলেন— যার অর্থ হলো প্রাকৃতিক অবস্থায় ফিরে গিয়ে শরীর-মনকে শুদ্ধ করা এবং নিজের ভেতরের সচেতনতার সঙ্গে যুক্ত হওয়া।
এই দুই ভিন্ন দৃষ্টিভঙ্গি ঘিরেই এখন সামাজিক মাধ্যমে তর্ক-বিতর্ক তুঙ্গে।
এসএসকে/

