Logo

বিনোদন

কেন ভাঙল তাহসান-রোজার সংসার? গোপন খবর জানালেন ঘনিষ্ঠরা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ১৭:৪৮

কেন ভাঙল তাহসান-রোজার সংসার? গোপন খবর জানালেন ঘনিষ্ঠরা

হঠাৎ বিয়ের ঘোষণায় যেমন চমক তৈরি হয়েছিল, তেমনি এক বছরের মাথায় বিচ্ছেদের খবরে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন তাহসান খান ও রোজা আহমেদ। যুক্তরাষ্ট্রপ্রবাসী মেকআপ আর্টিস্ট রোজার সঙ্গে তাহসানের প্রেম ও বিয়ে নিয়ে একসময় ছিল ভক্তদের প্রবল আগ্রহ। কিন্তু সেই গল্পের ইতি টানল বিচ্ছেদ।

গত শনিবার (১০ জানুয়ারি) তাহসান নিজেই সংবাদমাধ্যমে তাদের আলাদা হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। এরপর থেকেই প্রশ্ন উঠছে— ভালোবাসার বিয়ের পর এত দ্রুত কেন এই ভাঙন? ঘনিষ্ঠ সূত্রের ভাষ্য, সম্পর্কের শুরুর উষ্ণতা থাকলেও বিয়ের পর একসঙ্গে থাকার সময় খুব কম ছিল। গত বছরের সেপ্টেম্বরেই, অস্ট্রেলিয়া সফরে যাওয়ার আগে থেকেই তারা আলাদা থাকতে শুরু করেন। সেই সময়ই তাহসান হঠাৎ গান ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে নিজেকে দূরে সরিয়ে নেন, যা তখন অনেকের কাছেই রহস্যজনক লেগেছিল।

পরবর্তীতে জানা যায়, সেই বিরতির পেছনেই ছিল দাম্পত্য টানাপোড়েন। বাইরে থেকে সম্পর্ক স্বাভাবিক মনে হলেও ভেতরে ভেতরে দূরত্ব বাড়ছিল। রোজা মাঝেমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে তাহসানের সঙ্গে ছবি ও আবেগী পোস্ট দিলেও বাস্তবে তাদের বোঝাপড়ায় ফাটল ধরেছিল।

ঘনিষ্ঠজনেরা বলছেন, মূল সমস্যা ছিল জীবনযাপন ও ভবিষ্যৎ ভাবনায় ভিন্নতা। তাহসান চাইছিলেন নিরিবিলি, ব্যক্তিগত জীবন— শোবিজের আলো ঝলমলে জগৎ থেকে কিছুটা দূরে থেকে সংসারকে অগ্রাধিকার দিতে। অন্যদিকে রোজার জীবনে বিয়ের পর সামাজিক পরিসর ও পরিচিতি আরও বেড়ে যায়, যা তিনি উপভোগ করছিলেন। এই দুই ভিন্ন দৃষ্টিভঙ্গি একসঙ্গে চলার পথে বাধা হয়ে দাঁড়ায়।

দুজনেই সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করেছিলেন বলে জানা গেলেও শেষ পর্যন্ত পারস্পরিক সম্মানের জায়গা থেকেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন তারা। গত বছরের শেষ দিকেই আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের প্রক্রিয়া সম্পন্ন হয়।

উল্লেখ্য, এটি তাহসানের দ্বিতীয় সংসার। এর আগে ২০০৬ সালে তিনি অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলাকে বিয়ে করেন। তাদের একমাত্র কন্যা আইরা তেহরীম খান ২০১৩ সালে জন্ম নেয়। ২০১৭ সালে সেই দাম্পত্যেরও ইতি ঘটে। বিচ্ছেদের পরও মেয়েকে ঘিরে দুজনের দায়িত্ব ভাগাভাগি অব্যাহত রয়েছে। এখন নতুন বিচ্ছেদের পর তাহসান আবারও ব্যক্তিগত জীবন নিয়ে নীরবতায় ফিরে গেছেন।

এসএসকে/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর