১৪ জানুয়ারি থেকে ‘নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণোৎসব-২০২৬’
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ২১:৩২
নাট্যাচার্য সেলিম আল দীনের ১৮তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী ‘নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণোৎসব ২০২৬’ আয়োজন করছে নাট্যসংগঠন স্বপ্নদল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে উৎসবটি চলবে আগামী ১৪ থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত।
এই স্মরণোৎসবে মঞ্চস্থ হবে স্বপ্নদলের দেশ-বিদেশে প্রশংসিত প্রযোজনা ‘চিত্রাঙ্গদা’ এবং নাট্যাচার্য সেলিম আল দীনের কালজয়ী সৃষ্টি ‘হরগজ’। পাশাপাশি থাকছে স্মরণ শোভাযাত্রা, সমাধিতে পুষ্পাঞ্জলি অর্পণ, শিল্পকলাচর্চাভিত্তিক সাংস্কৃতিক আয়োজন এবং সেলিম আল দীনের জীবন ও নাট্যদর্শন নিয়ে আলোচনা সভা।
উৎসবের প্রথম দিন ১৪ জানুয়ারি, বুধবার সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলাভবন থেকে নাট্যাচার্যের সমাধি পর্যন্ত স্মরণ শোভাযাত্রা ও পুষ্পাঞ্জলি অর্পণ করা হবে।
দ্বিতীয় দিন ১৫ জানুয়ারি, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যনাট্য অবলম্বনে নির্মিত ‘চিত্রাঙ্গদা’ নাটকের ১২১তম মঞ্চায়ন অনুষ্ঠিত হবে।
সমাপনী দিন ১৬ জানুয়ারি, শুক্রবার সন্ধ্যা ৭টায় একই মঞ্চে প্রদর্শিত হবে সেলিম আল দীনের ঐতিহাসিক নাটক ‘হরগজ’-এর ৫০তম প্রদর্শনী।
নাটক দুটির নির্দেশনায় রয়েছেন নাট্যাচার্যের ছাত্র ও স্বপ্নদলের নির্দেশক জাহিদ রিপন। তিনি বলেন, ‘বাংলা নাট্যরীতির পুনর্গঠন ও গবেষণায় সেলিম আল দীন আজীবন কাজ করেছেন। তার প্রতি শ্রদ্ধা জানাতেই আমরা ‘চিত্রাঙ্গদা’ ও ‘হরগজ’ মঞ্চায়ন করছি। এই দুটি নাটকই আমাদের সময় ও সমাজকে নতুনভাবে ভাবতে শেখায়।’
উল্লেখ্য, নাট্যাচার্য সেলিম আল দীন জন্মগ্রহণ করেন ১৮ আগস্ট ১৯৪৯ এবং প্রয়াত হন ১৪ জানুয়ারি ২০০৮ সালে। বাংলা নাটকের ভাষা, রীতি ও কাঠামোয় তিনি যে গভীর ছাপ রেখে গেছেন এই স্মরণোৎসব তারই শ্রদ্ধার্ঘ্য।
এসএসকে/

