Logo

বিনোদন

মা হচ্ছেন প্রিয়াঙ্কা জামান, জন্মদিনে জানালেন সুখবর

Icon

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬, ০০:২৩

মা হচ্ছেন প্রিয়াঙ্কা জামান, জন্মদিনে জানালেন সুখবর

আজ জনপ্রিয় মডেল অভিনেত্রী প্রিয়াঙ্কা জামানের জন্মদিন। তবে কোনো রকম আড়ম্বরতা ছাড়াই পালিত হচ্ছে জন্মদিন।
কারণ হিসেবে তিনি জানান, তার মা আর তার শাশুড়ি অসুস্থ থাকায় নিজের জন্মদিনে কোনো অনুষ্ঠান করছেন না প্রিয়াঙ্কা।
এদিকে জন্মদিনের প্রাক্কালে বাংলাদেশের খবরকে প্রিয়াঙ্কা জানালেন তিনি মা হতে যাচ্ছেন।
কবে নাগাদ নতুন অতিথি আসবে জানতে চাইলে প্রিয়াঙ্কা বলেন, নতুন অতিথির ডেলিভারি ডেট পড়েছে  জুলাই মাসে।'
শুধু ডেলিভারি তারিখ বলেই ক্ষান্ত হলেন না। জানালেন ইতোমধ্যেই সন্তানের নাম‌ও ঠিক করে ফেলেছেন। প্রিয়াঙ্কা জামান বলেন, '
ছেলে বাবু হলে নাম রাখবো আফফান বিন রাকিব
মেয়ে বাবু হলে নাম রাখবো
মারিয়াম বিনতে রাকিব।'
মা হতে যাওয়ার অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, 'অন্যরকম একটা ফিলিংস হচ্ছে। আমার সম্মান অনেক বেড়ে গেছে পরিবারের কাছে। যখনই কেউ শুনে যে আমি প্রেগন্যান্ট, তখন সম্মানটাই অন্যরকম হয়ে যায়। ঘরে বাইরে সবাই আলাদা সম্মানের চোখে দেখে। এই উচ্চ মর্যাদার বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগছে।'
সংসার জীবন নিয়ে তিনি বলেন, 'সংসার জীবন খুবই ভালো যাচ্ছে। রান্নাবান্না কিছুই পারতাম না, এখন করতে করতে খুব ভালই পারছি। নিজ হাতে রান্না করা, সংসারের কাজ করাও অনেক আনন্দের।'
স্বামীকে নিয়ে তিনি বলেন, 'ও অনেক কেয়ারিং , অনেক মায়া করে আমাকে। তেমন কোনো কাজ করতে দেয় না। খুব ভালো রান্না করতে পারে। বেশিরভাগ সময় ওই আমাকে রান্না শিখাচ্ছে।'
গত বছরের ৯ নভেম্বর ব্যবসায়ী রাকিবুল হাসানকে বিয়ে করেন প্রিয়াঙ্কা জামান। বিয়ের পরপরই স্বামীকে নিয়ে ওমরাহ পালন করতে চলে যান সৌদি আরবে।
এদিকে বিয়ের পর বেশ কিছু কাজ‌ও করেছেন তিনি। সাম্প্রতিক সময়ে তার অভিনীত উল্লেখযোগ্য কাজগুলোর মধ্যে রয়েছে—
‘কলঙ্ক’ এবং ‘গয়নার বাক্স’—দুটিই রচনা ও পরিচালনা করেছেন সজীব চিশতি, প্রযোজনায় খান মাল্টিমিডিয়া।
‘হঠাৎ একদিন’ নাটকে তিনি অভিনয় করেছেন সোহেল মণ্ডলের বিপরীতে; রচনা করেছেন শাহজাদা মামুন, পরিচালনায় ছিলেন ফায়জুল কবির রথি।
এছাড়াও জয়ন্ত চন্দ্রের রচনা ও ফিরোজ কবীর ডলারের পরিচালনায় একটি সামাজিক সচেতনতামূলক নাটকে কাজ করেছেন তিনি, যেখানে গ্রামাঞ্চলের নারীদের ঋতুস্রাব ও স্বাস্থ্য সচেতনতা নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা তুলে ধরা হয়েছে।
বর্তমানে তিনি অভিনয় করছেন ধারাবাহিক নাটক ‘মার্ডার’-এ,  কামরুল হুদার রচনায় এটি পরিচালনা করেছেন কামরুল হাসান সুজন এবং প্রযোজনা করেছে এমডিডি মুভিজ।
জন্মদিনে কোনো উৎসব না থাকলেও, প্রিয়াঙ্কা জামানের জীবনে এবার যুক্ত হয়েছে সবচেয়ে বড় আনন্দ—একটি নতুন প্রাণের অপেক্ষা। এই অপেক্ষাই যেন তার এবারের জন্মদিনকে করে তুলেছে সবচেয়ে বিশেষ।

এস‌এসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নাটক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর