উপস্থাপক রাফসান সাবাব ও সংগীতশিল্পী জেফার রহমান— এই দুই তারকাকে ঘিরে দীর্ঘদিন ধরেই চলছিল প্রেমের গুঞ্জন। নানা অনুষ্ঠানে একসঙ্গে দেখা যাওয়া, বিদেশ সফরের ছবি আর ঘনিষ্ঠ মুহূর্তের নানা ফ্রেম— সব মিলিয়ে নেটদুনিয়ায় তাদের সম্পর্ক নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। যদিও এতদিন তারা দুজনই বিষয়টি এড়িয়ে গেছেন বা একে অপরকে শুধুই ‘ভালো বন্ধু’ বলে দাবি করেছেন। তবে এবার সেই গুঞ্জনই বাস্তবে রূপ নিতে যাচ্ছে।
আজ বুধবার (১৪ জানুয়ারি) রাফসান ও জেফার বিয়ের পিঁড়িতে বসছেন। ঢাকার অদূরে আমিনবাজারের একটি রিসোর্টে ঘরোয়া আয়োজনের মধ্য দিয়ে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে বলে জানা গেছে। সপ্তাহখানেক ধরেই এই বিয়ের প্রস্তুতি চলছিল, তবে আনুষ্ঠানিক ঘোষণা রাখা হয়েছিল গোপন।
রাফসান ও জেফারের সম্পর্ক নিয়ে আলোচনার শুরু বেশ কয়েক বছর আগ থেকেই। সামাজিক বিভিন্ন আয়োজনে তাদের একসঙ্গে দেখা যেত। পরে থাইল্যান্ডে একান্ত সময় কাটানোর কিছু ছবি ছড়িয়ে পড়লে নেটিজেনদের কৌতূহল আরও বেড়ে যায়। তখন দুজনই বলেছিলেন, তারা কেবলই বন্ধু।
২০২৩ সালের শেষ দিকে রাফসানের প্রথম সংসারের ইতি ঘটে। তিন বছরের দাম্পত্য জীবনের পর চিকিৎসক সানিয়া এশার সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন তিনি। ফেসবুক পোস্টে রাফসান লিখেছিলেন, সিদ্ধান্তটি সহজ ছিল না, তবে সম্মানজনক সমাধান হিসেবেই তারা আলাদা হওয়ার পথ বেছে নিয়েছেন। অন্যদিকে, তার সাবেক স্ত্রী সানিয়া সুলতানা এশা জানান, তিনি এই বিচ্ছেদ চাননি। এই ঘটনার পর থেকেই রাফসান ও জেফারের সম্পর্ক নিয়ে আলোচনা আরও জোরালো হয়ে ওঠে।
২০২৪ সালের ১৫ নভেম্বর ব্যাংককের সিয়াম প্যারাগন শপিং মলে তাদের একসঙ্গে দেখা যাওয়ার পর বিষয়টি আবারও শিরোনামে উঠে আসে। তখন জেফার প্রকাশ্যে বলেন, রাফসানের সঙ্গে তার কোনো প্রেমের সম্পর্ক নেই, তিনি কেবলই তার বন্ধু ও সহকর্মী। একইভাবে রাফসানও সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে কৌতুক ও মন্তব্যের জবাব দিয়ে সম্পর্কের গুঞ্জনকে উড়িয়ে দেন।
তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই অস্বীকৃতিগুলোই আজ নতুন বাস্তবতায় রূপ নিচ্ছে। দীর্ঘদিন আড়ালে থাকা এই সম্পর্ক অবশেষে প্রকাশ্যে আসছে বিয়ের মাধ্যমে।
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আজ থেকেই শুরু হচ্ছে রাফসান সাবাব ও জেফার রহমানের নতুন জীবনের অধ্যায়—ভালোবাসার এক নতুন ঠিকানায়।
এসএসকে/

